ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ইনজুরিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ থেকে ছিটকে গেছেন সাকিব আল হাসান। তার জায়গায় এবার নতুন এক ক্রিকেটারকে খুঁজে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফজলে রাব্বি। প্রথমবারের মতো ডাক পেলেন জাতীয় দলে। বলা হচ্ছে সাকিবের অভাবটা পূরণ করতে পারবেন তো তিনি?
সোমবার থেকে সিরিজ সামনে রেখে শুরু হয়েছে অনুশীলন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এরই ফাঁকে গণমাধ্যমের মুখোমুখি হলেন ৩০ বছর বয়সী রাব্বি। তিনি বলেন,‘সাকিব ভাইয়ের জায়গা নেওয়া কারও পক্ষে সম্ভব না। আমি মূলত ব্যাটিং অলরাউন্ডার। ব্যাটিং করতে বেশি ভালোবাসি। পাশাপাশি দলের প্রয়োজনে বোলিং করতে পারি। যদি প্রয়োজন হয়, তাহলে অবশ্যই এই ভূমিকাটা পালন করার চেষ্টা করব। তবে সাকিব ভাইয়ের জায়গা নেওয়া নয়, যেটা পারি সেটিই করার চেষ্টা করব।’
১৫ বছর ঘরোয়া ক্রিকেটে খেলার পর মিলল জাতীয় দলের সুযোগ। সবকিছু ঠিক থাকলে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয়ে যাবে এই অলাউন্ডারের। ঘরোয়া ক্রিকেটে সাফল্য পাওয়া এই ক্রিকেটার বলেন, ‘এবারের প্রিমিয়ার লিগ বেশ ভালো গেছে আমার। আমার মনে হয়েছে ফিটনেসটা যদি আরেকটু ভালো থাকত, তাহলে আমার রান ৭০০ থেকে ৮০০-৮৫০ রান হতে পারত। তখন আমার মাথায় আসছে, যে করেই হোক নিজের ফিটনেসে উন্নতি করতে হবে। আমার সৌভাগ্য, তখন আমাকে বাংলাদেশ এ’ দলে ডাকা হয়েছিল। সেখানে দুই আড়াই মাসের মতো একটা ফিটনেস ক্যাম্প হয়েছে। ওই ক্যাম্পটা আমার খুব কাজে এসেছে। খাওয়াদাওয়া নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি। ওজন কমিয়েছি। বয়স নিয়ে যে কথাটা হচ্ছে, এসব নিয়ে ভাবি না।’
এই রাব্বি ক্রিকেট ছেড়ে চাকুরীতে যোগ দিয়েছিলেন এক সময়। ছয় মাস বুঝলেন তার দিয়ে শুধু ক্রিকেটাই হবে। তাই আবার ব্যাট-বল হাতে নিয়ে ঘরোয়া ক্রিকেটে মন দেন এ বাঁহাতি। বলছিলেন, ‘চিন্তা করেছিলাম খেলা ছেড়ে দেওয়ার। কিন্তু কিছুদিন চাকরি করার পর আমার মনকে সান্ত্বনা দিতে পারলাম না। মনে হলো, ক্রিকেট ছাড়া থাকতে পারব না। তারপর আবার চলে এলাম, আবার খেলায় মন দিলাম। একেবারে খোলা মনে যখন খেলতে শুরু করলাম, মনে কোনো চাপ ছিল না। শেষ পর্যন্ত ভালো হয়েছে। এরপর থেকেই পরিবর্তনটা শুরু, মানসিকতায় পরিবর্তন এসেছে। বুঝেছি, চাপ ছাড়া খেললে ভালো খেলত পারব।’
Discussion about this post