ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বিনা মেঘে এ যেন বজ্রপাত! বয়স মাত্র ৩৪। ক্যারিয়ারের সেরা সময়ে তিনি। একের পর হিট সিনেমা। ভারতের নতুন প্রজন্মের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা তিনি। সেই সুশান্ত সিং রাজপুত আর নেই। ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।
মুম্বাইয়ে বান্দ্রার নিজ বাড়ি থেকে রোববার তার গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বলা হচ্ছে মানসিক বিষণ্নতায় ভুগছিলেন এই অভিনেতা।
খেলার দুনিয়ার মানুষদের কাছেও দারুণ পরিচিত তিনি। ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ বায়োপিক চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় দিয়ে বাজিমাত করেন সুশান্ত। মহেন্দ্র সিং ধোনির চরিত্রে বেশ মানিয়ে যান। প্রশংসিত হন। তারপর আর ফিরে তাকাতে হয়নি তাকে।
এই সুশান্ত কিন্তু ক্রিকেটার হতে চেয়েছিলেন। ২০১৬ সালে জি সিনে এওয়ার্ডস অনুষ্ঠানে জানান, ‘ভারতের প্রতিটি শিশুই ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখে বড় হয়। এমন স্বপ্ন ছিল আমারও। আমি মনে করি আমি খুবই ভাগ্যবান। গত এক বছর আমি আমার ক্রিকেটীয় কৌশলের ওপর সময় দিচ্ছি আর আমি প্রায় একজন মাঝারি মানের ক্রিকেটার হয়ে উঠেছি। অভিনয়ে ভালো কিছু না হলে এক বছর পর আইপিএল খেলার চেষ্টা করতে পারি।’
সুশান্তের জন্ম ১৯৮৬ সালের ২১ জানুয়ারি ভারতের পাটনায়। এরপর দিল্লি কলেজ অব ইঞ্জিনিয়ারিংয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের পড়েন। তখনই অভিনয়ের টানে শেখেন নাচ। এ কারণে পড়াশোনাটা আর শেষ করা হয়নি।
তবে অভিনয়ে ছড়িয়েছেন মুগ্ধতা। ২০১৩ সালে ‘কাই পো ছে’ সিনেমা বলিউডে অভিষেক। এরপর ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বায়োপিক ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’তে অভিনয় করে নিজেকে নিয়ে যান অনন্য উচ্চতায়।
এই সিনেমায় অভিনয়ের সময় তাকে ব্যাটিং টিপস দিয়েছেন সাবেক ভারতীয় ক্রিকেটার কিরন মোরে। তার পরামর্শে ভাল ক্রিকেটারও হয়ে উঠেন তিনি।
ক্রিকেটার হতে না পারলেও এই সিনেমায় অভিনয় করতে গিয়ে অনেক কিছুই শিখেছেন। ধোনির সঙ্গে পারিবারিক সম্পর্ক হয়ে যায় তার। কিন্তু রোববার সেই মানুষটিই চলে গেলেন না ফেরার দেশে।
Discussion about this post