ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
তিন দিনের বিরতির পর বৃহস্পতিবার দুপুর থেকে ফের অনুশীলন শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। তার আগে অবশ্য বুধবার তাদেরসহ কোচ,সাপোর্টিং স্টাফ এবং প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলের স্টাফসহ ১০৫ জনের করা হয়েছিল। আজ জানা গেল সুখবর। মানে তাদের সবাই হয়েছেন করোনা নেগেটিভ।
বৃহস্পতিবার থেকে আবারও অনুশীলনে ফিরলেও আগামী ২-৩ অক্টোবর একটি দুইদিনের, ৫-৬ অক্টোবর একটি দুইদিনের এবং ১৩ থেকে ১৫ অক্টোবর একটি তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ক্রিকেটাররা। আগামী ১৫ অক্টোবর পর্যন্ত চলবে জাতীয় দলের অনুশীলন পর্ব।
এরআগে শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে ক্রিকেটারর ঢুকে গিয়েছিলেন বিসিবির জৈব সুরক্ষা বলয়ে। কিন্তু ঐ সিরিজ শেষ পর্যন্ত আলোর মুখ না দেখায় সেটা ভেঙে পড়ে। এ জন্য ক্রিকেটাররা পায় তিন দিনের ছুটি। যা শেষ হচ্ছে আজ। তাই ফের জৈব সুরক্ষা বলয়ে টিম হোটেল প্যান-প্যাসিফিক সোনারগাঁয়ে উঠবেন জাতীয় দলের ক্রিকেটাররা। এখানে থেকে আগামী ১৫ দিন অনুশীলন করবেন। আর অনূর্ধ্ব-১৯ দলকে রাখা হবে সাভারের বিকেএসপিতে।
এদিকে সবার করোনা নেগেটিভ প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক ডাঃ দেবাশিষ চৌধুরী জানিয়েছেন, ‘জাতীয় দল, অনূর্ধ্ব-১৯ ও কোচিং স্টাফসহ যাদের করোনা পরীক্ষা করা হয়েছে সবার ফলাফলই নেগেটিভ এসেছে। আজ থেকে সবাই ঢুকে যাবে জৈব সুরক্ষা বলয়ে। সকালে হোটেলে উঠে দুপুরে অনুশীলন শুরু করবেন মিরপুর স্টেডিয়ামে।’
Discussion about this post