বাংলাদেশের ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি নিয়ে কথা হচ্ছে অনেক দিন ধরেই। কিন্তু এনিয়ে কোন খবরই যে নেই। এমনিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তি হিসাব করা হয় জানুয়ারি থেকেই। কিন্তু সাত মাস পেরিয়ে গেলেও এখন চলতি বছরের কেন্দ্রীয় চুক্তির তালিকা চূড়ান্ত হচ্ছে না।
এর আগে গত জুনে বিসিবির বিসিবির বোর্ড সভায় কেন্দ্রীয় চুক্তির তালিকা অনুমোদনের কথা শোনা যায়। নির্বাচক ও ক্রিকেট অপারেশন্স বিভাগের সেই চুক্তির তালিকা গেলেও সমস্যা থেকেই যাচ্ছে। অবশ্য বশোনা যাচ্ছে দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান কেন্দ্রীয় চুক্তিতে সই করতে চাইছেন না।
যদিও এমন খবর উড়িয়ে দিলেন বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। জানালেন, কোনো খেলোয়াড়ের চুক্তি সই না করার মত ঘটনা তালিকা চূড়ান্ত হওয়ার বিলম্বের কারণ নয়। জালাল ইউনুস বলেন, ‘দেখুন, এটার আপডেট আমি জানি না। ক্রিকেট অপারেশন্স বিভাগ ও নির্বাচকরা বলতে পারবে কারণ তারা এটা নিয়ে কাজ করছে। হয়ত তারা আরও কিছু খেলোয়াড় যুক্ত করার জন্য সময় নিচ্ছে। এটি একটা কারণ হতে পারে।’
মুস্তাফিজ ও সাকিবের চুক্তিতে স্বাক্ষর না করা প্রসঙ্গে জালাল বলেন, ‘এটা নির্বাচক বা ক্রিকেট অপারেশন্স ভালো বলতে পারবে। হয়ত কারও ইস্যুতে আটকে আছে। সমাধান হয়ে যাবে, ঝুলে নেই।’
সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরে আইপিএল খেলতে যাবেন সাকিব-মুস্তাফিজ।
Discussion about this post