অপ্রিয় প্রশ্নটা উঠেই যাচ্ছে, তাহলে কী পাকিস্তানের পরিনতির পথে বাংলাদেশের ক্রিকেট? শুরুটা হয়েছিল অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের সফর স্থগিত দিয়ে। এরপর একের পর এক দুঃসংবাদ! হঠাৎ কালো মেঘ দেশের ক্রীড়াঙ্গনে!
সোমবার জানা গেল দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলও বাংলাদেশ সফর স্থগিত করেছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এই খবরটি জানালেন। বললেন, ৯ অক্টোবর আইসিসির সভার সময় এনিয়ে দক্ষিণ আফ্রিকা বোর্ডের সঙ্গে কথা বলবেন।
এই অক্টোবরের ১৫ তারিখে ঢাকা আসার কথা ছিল প্রোটিয়া নারী ক্রিকেটারদের। খেলার কথা ছিল পাঁচটি ওয়ানডে ও তিনটি টি-টুয়েন্টি।
কিন্তু তারাও হঠাৎ না বলে দিল। এর আগে নিরাপত্তার ঝুঁকিতে সফর বাতিল করে অজি ক্রিকেট দল। তাদের ফুটবল দলও এই দেশে আসতে আপত্তি জানিয়েছে ফিফা বরাবর!
এ অবস্থায় ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সোমবার বললেন, ‘দেখুন ষড়যন্ত্র অবশ্যই হচ্ছে। সেটা না হলে এমন হওয়ার কথা ছিল না। আমার ধারণা এটা দেশীয় কোনো ঘটনা।’
Discussion about this post