ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বুড়ো আঙুলের চোট বেশ ভোগাচ্ছে বাবর আজমকে। তাইতো নিউজিল্যান্ড সফরের দ্বিতীয় ও শেষ টেস্টে ক্রাইস্টচার্চেও তাকে দেখা যাবে না। শনিবার ব্যাপারটি নিশ্চিত করেছে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট।
চোটের কারণে নিউজিল্যান্ড সফরে টি-টোয়েন্টি সিরিজে ও প্রথম টেস্টে খেলতে পারেননি তিনি। তার অভাব দলটি বেশ ভালোয় টের পাচ্ছে। তবে সফরকারীরা আশা করেছিল টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে খেলতে পারবেন নিয়মিত অধিনায়ব। কিন্তু তার আগেই শনিবার পাকিস্তান টিম ম্যানেজমেন্ট জানিয়ে দিল দ্বিতীয় টেস্টেও নেই বাবর। তার জায়গায় এ ম্যাচেও অধিনায়কত্ব করবের মোহাম্মদ রিজওয়ান।
কয়েকদিন ধরে অবশ্য অনুশীলনও শুরু করেছিলেন বাবর। শুক্রবার এ তারকা ব্যাটসম্যান ফুল রানিং করেছিলেন। কিন্তু সেখানেই বুড়ো আঙুলে কিছুটা ব্যথা অনুভূব করছিলেন। তাই ক্রাইস্টচার্ট টেস্টে এ ডানহাতিকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। তারা আশা করছে হোম সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে পারবেন বাবর। তার আগেই এ তারকা চোট মুক্ত হবেন।
দ্বিতীয় টেস্টের পাকিস্তান দল:
মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক, উইকেটকিপার), আবিদ আলী, আজাহার আলী, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হারিস সোহেল, ইমরান বাট, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, সরফরাজ আহমেদ, শাহীন শাহ আফ্রিদি, শান মাসুদ, সোহেল খান, ইয়াসির শাহ ও জাফর গোহর।
Discussion about this post