ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
চোটের কারণে সাকিব আল হাসান মিস নিউজিল্যান্ড সফর মিস করেছেন। না হলে তারও থাকার কথা ছিল মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে নির্মম সন্ত্রাসী হামলার খবরটা শুনে শোকাহত সাকিব। তবে স্বস্তিতেও আছেন এই অলরাউন্ডার।
শুক্রবার জুমার নামাজের সেই হামলার দুঃসহ অভিজ্ঞতা হয় বাংলাদেশ ক্রিকেট দলেরও। মিনিট পাঁচেক আগে মসজিদে গেলে এই হামলার মুখে পড়তে পারতো জাতীয় দল। তবে স্বস্তির কথা ক্রিকেটাররা নিরাপদে আছেন। তৃতীয় টেস্ট বাতিল হওয়ায় শনিবারই দেশে ফেরার কথা দলটির।
সাকিব তার অফিসিয়াল টুইটারে লিখেছেন, ‘ক্রাইস্টচার্চের সন্ত্রাসী হামলা নিয়ে কিছু বলার নেই আমার। শুধু এটাই বলতে পারি- মহান আল্লাহপাকের কাছে আমি কৃতজ্ঞ। তিনি আজ আমার ভাই ও সতীর্থদের বাঁচিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ।’
সন্ত্রাসী হামলায় আক্রান্ত ক্রাইস্টচার্চে মসজিদ আল নুরে নামাজ পড়ার অভিজ্ঞতা আছে রুবেল হোসেনের। নিউজিল্যান্ডে ওয়ানডে সিরিজ খেলেছেন তিনি। এরপরই ফিরে আসেন দেশে। শুক্রবার ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে এই পেসার লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহ সব কিছুর মালিক। এই মসজিদে আমিও নামাজ পড়ে এসেছি। এটা একটা পরিকল্পিত হামলা। মহান আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আমাদের ক্রিকেটারদের রক্ষা করেছেন এত বড় একটা দুর্ঘটনা থেকে… যে সমস্ত মুসলমান ভাইয়েরা মারা গেছে আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুন আমিন।’
ক্রাইস্টচার্চের মসজিদে হামলায় নিহত মানুষের সংখ্যা বেড়ে ৫০ ছাড়িয়েছে।
Discussion about this post