তার জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। বয়সটাও ৩৭ ছাড়িয়েছে। তাই বলে হাল ছাড়েন নি মোহাম্মদ আশরাফুল। লড়ে যাচ্ছেন, খেলে যাচ্ছেন ঘরোয়া ক্রিকেটে। সাফল্যও পাচ্ছেন এই তারকা ক্রিকেটার। মঙ্গলবার সেঞ্চুরির দেখা পেলেন তিনি। লিস্ট ‘এ’ ক্যারিয়ারের ১১তম শতক পেয়ে গেলেন আশরাফুল।
এখানেই শেষ নয়, আশরাফুলের ব্যাট থেকে এসেছে তার ক্যারিয়ার সেরা ইনিংস। মঙ্গলবার বিকেএসপির তিন নম্বর মাঠে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের ম্যাচে মুখোমুখি হয় ব্রাদার্স ইউনিয়য়ন ও রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। টস হেরে ব্যাটিং করতে নেমে আশরাফুলের অপরাজিত সেঞ্চুরি ও চতুরঙ্গ ডি সিলভা ঝড়ো ব্যাটিংয়ে ৪ উইকেট হারিয়ে ৩০৯ রান করে ব্রাদার্স ইউনিয়ন।
ম্যাচে ১০টি চার ও ১টি ছয়ে সেঞ্চুরি তুলেন আশরাফুল। ১৩৯ বলে ১৪১ রান করে অপরাজিত থাকেন তিনি। ৭৭ বলে ৫টি চারে হাফ সেঞ্চুরি করেন অ্যাশ। এরপর দ্রুত তুলেন শতক। লিস্ট ‘এ’ ক্রিকেটে আশরাফুলের ক্যারিয়ার সেরা আগের ইনিংসটি ছিল ১২৭ রানের। এবার নতুন উচ্চতায় তিনি।
ব্রাদার্স তার নেতৃত্বে দাপট দেখাল। চতুরঙ্গ ৪টি চার ও ৩টি ছয়ে মাত্র ২১ বলে হাফ সেঞ্চুরি করেন। ৫১ রানে ফিরেন তিনি। তবে আশরাফুলের ব্যাটেই রঙনি হয়ে থাকল দিনটা।
Discussion about this post