নিউজিল্যান্ড সফর দুঃস্বপ্নের অন্য নাম হয়েই থাকছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের। শুরুতে টি-টুয়েন্টি সিরিজে হার। এবার ওয়ানডেতেও একই ব্যর্থতার গল্প। অবশ্য লড়াই করে যাচ্ছেন শুধু অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। কিন্তু একা আর লড়াই করা যায় কতোক্ষণ?
জেসিকা কারের দুর্দান্ত বোলিং আর সুজি বেটসের ব্যাটিংয়ে সহজেই জিতল নিউজিল্যান্ড। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েলিংটনে কিউইরা জিতল ৮ উইকেটে। আইসিসি উইমেন’স চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শুরুটা হলো হার দিয়ে।
রোববার বেসিন রিজার্ভে বাংলাদেশ ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে তুলে ১৮০ রান। ম্যাচে ব্যাট হাতে দাপট দেখান নিগার। ক্যারিয়ার সেরা ইনিংসে তিনি করেন ১৩৩ বলে ৭৩। কিন্তু ২৩ রানে ৪ উইকেট নিয়ে টাইগ্রেসদের চাপে ফেলেন মিডিয়াম পেসার জেসিকা কার। এরপর ১৯ ওভার বাকি রেখেই ম্যাচ শেষ করে স্বাগতিকরা। অভিজ্ঞ ওপেনার সুজি বেটস অপরাজিত ১২ চারে ৯১ বলে ৯৩ রানে অপরাজিত।
ম্যাচে নিগারের তৃতীয় ওয়ানডে ফিফটি আসে ১১০ বলে। এরপর তিনি ছাড়িয়ে যান নিজের আগের সেরা ৫৯ রান।
বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মেয়েদের মধ্যে ওয়ানডে সিরিজের পরের ম্যাচ বুধবার। যেটি অনুষ্ঠিত হবে নেপিয়ারে।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ৫০ ওভারে ১৮০/৮ (মুর্শিদা ১, শারমিন ২৯, ফারজানা ১, নিগার ৭৩, লতা ২২, রুমানা ৯, রিতু ১৫, নাহিদা ১, রাবেয়া ৪*, মারুফা ৪*; জেনসেন ৮-০-৩১-০, জেস কার ১০-৪-২৩-৪, ডিভাইন ৫-০-১৬-০, পেনফোল্ড ৮-১-২৬-০, অ্যামিলিয়া কার ১০-০-৪১-০, জোনাস ৯-০-৪২-১)।
নিউজিল্যান্ড : ৩১ ওভারে ১৮১/৮ (ডিভাইন ২১, বেটস ৯৩*, অ্যামিলিয়া কার ০, গ্রিন ৫৯*; জাহানারা ৮-০-৩২-২, মারুফা ৫-০-৩৫-০, সালমা ৪-০-৩৫-১, নাহিদা ৮-০-২৯-০, রাবেয়া ৩-০-২২-০, রিতু ৩-০-২১-০, রুমানা ৩-০-২৩-০, লতা ১-০-১২-০)।
ফল: নিউজিল্যান্ড ৮ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: জেসিকা কার।
সিরিজ: ৩ ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে নিউজিল্যান্ড।
Discussion about this post