ভক্তদের কাছে এ যেন বিনা মেঘে বজ্রপাত! টেস্ট ক্রিকেটের নেতৃত্ব আগেই ছেড়েছিলেন। কিন্তু ওয়ানডে ক্রিকেটের অধিনায়কত্ব এমন নাটকীয় কায়দায় ছেড়ে দেবেন ভাবেনি কেউ। এমন কি পরিবার, বন্ধুদেরও কাছেও লুকিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ২০১৫ সালে ঠিক এভাবেই টেস্ট অধিনায়কত্ব ছেড়েছিলেন তিনি।
বুধবার রাতে ধোনির এমন কাণ্ডে অবাক খোদ তার ঘনিষ্ঠ বন্ধু-ম্যনেজার অরুণ পাণ্ডে। তিনি বলছিলেন, ‘গত কয়েক সপ্তাহে ওকে দেখে মনে হচ্ছিল এমন কিছু একটা করতে পারে। বিস্ময়কর ব্যাপার হল আমাকেও কিছু জানতে দেয়নি।’
নেতৃত্ব ছাড়লেও খেলা চালিয়ে যাবেন এই তারকা উইকেট কিপার-ব্যাটসম্যান। সাফল্য অবশ্য তার হয়েই কথা বলে। সেই ২০১১ বিশ্বকাপে তার নেতৃত্বে বিশ্বকাপ জিতেছিল ভারত। ওয়ানডে ক্রিকেটে ১৯৯ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ধোনি। তার মধ্যে ১১০ ম্যাচে জিতেছে ভারত। হার ৭৪টিতে, টাই ৪টি ও পরিত্যক্ত হয় ১১টি।
টেস্টে ২০০৮ সালে ধোনি অধিনায়ক হয়েছিলেন। ৬০টি টেস্টে দলকে নেতৃত্ব দিয়ে ২৭ ম্যাচে জয় এনে দেন। যা ভারতীয় রেকর্ড। এর আগে ২১ জয়ে শীর্ষে ছিলেন
২০০৭ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপের ধোনির অধিনায়ত্বে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ৭২টি টি-টুয়েন্টিতে ৪১টিতে ভারতকে জয় এনে দেন মাহি। ২৮টিতে হারে দল।
Discussion about this post