দিনটা হতে পারতো পুরোপুরি বাংলাদেশের। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভুলই করেছিল সফরকারী দল। কিন্তু বাংলাদেশের ফিল্ডাররা যে এদিন হাতে মাখন মেখে খেলতে নেমেছিলেন। তাইতো দিনটা থাকল দুই দলেরই। শ্রেয়াস আইয়ার ও চেতেশ্বর পুজারার ফিফটি ও তাদের ১৪৯ রানের জুটিতে প্রথম দিন ঘুরে দাঁড়াল ভারত। চট্টগ্রাম টেস্টে ৪৮ রানে ৩ উইকেট হারানো দলটি প্রথম দিন শেষ করল ৬ উইকেটে ২৭৮ রানে।
অথচ তিনবার বেঁচে গেছেন শ্রেয়াস। তিনি খেলছেন ৮২ রানে। ১৬৯ বলের ইনিংস গড়া ১০ চারে এই ইনিংস গড়েছেন। নুরুল হাসান সোহান ও ইবাদত হোসেন ছেড়েছেন তার তুলে দেওয়া একটি করে ক্যাচ। বিস্ময়কর হলো-ইবাদতের বল অফ স্টাম্পে লাগার পরও পড়েনি বেলস!
শুরুতেই একবার সোহানকে ক্যাচ দিয়েও রক্ষা পান পুজারা। সেই সুযোগ কাজে লাগিয়ে ৯০ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি। আবার শেষ বেলায় অক্ষর প্যাটেলের ব্যাট-প্যাড ছুঁয়ে আসা ক্যাচ বুঝতে পারলেন না বাংলাদেশের ফিল্ডাররা। তারপরও স্বস্তি এটাই শেষের দিকে দুটি উইকেট নিয়েছেন টাইগাররা।
৮৪ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সফলতম বোলার তাইজুল ইসলাম। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ২ উইকেট নেন ৭১ রানে।
অথচ শুরুতেই তাইজুল নিয়েছিলেন শুভমান গিল ও বিরাট কোহলির উইকেট। বুধবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে
টস জিতে ব্যাট করতে নামা ভারত দলকে অলআউটের সুযোগই ছিল। কিনউত ক্যাচ মিসে সেটি হলো না। আবার বুধবার শেষ বেলায়
নতুন ব্যাটার আকসারও ফিরতে পারেন ১ রান করে। তাইজুলের বলে ফরোয়ার্ড শর্ট লেগে ব্যাটে-প্যাডে খেলে ক্যাচ দেন। আম্পায়ার আউট না দিলেও রিভিউ নেয়নি বাংলাদেশ। আল্ট্রা এজ প্রযুক্তিতে দেখা যায় রিভিউ নিলে উইকেটটি পেতে পারত টাইগাররা।
সংক্ষিপ্ত স্কোর-
ভারত ১ম ইনিংস: ৯০ ওভারে ২৭৮/৬ (রাহুল ২২, গিল ২০, পুজারা ৯০, কোহলি ১, পান্ত ৪৬, শ্রেয়াস ৮২*, আকসার ১৪; ইবাদত ১৭-১-৬৩-০, খালেদ ১২-২-২৬-১, সাকিব ১২-৪-২৬-০, তাইজুল ৩০-৬-৮৪-৩, মিরাজ ১৮-৪-৭১-২, ইয়াসির ১-০-৭-০)
#চট্টগ্রামে টেস্টের ১ম দিন শেষে
Discussion about this post