সময়ের সঙ্গে পাল্লা দিয়ে যেন এগিয়ে যাচ্ছেন তিনি। মাঠের ক্রিকেটে মনে হচ্ছে ব্যাটিংয়ের প্রায় সব রেকর্ডই একদিন নিজের করে নেবেন! এইতো কিছুদিন আগে বাংলাদেশের বিপক্ষে পেলেন ডাবল সেঞ্চুরি। টানা চারটি টেস্ট সিরিজে ডাবল সেঞ্চুরিতে ইতিহাস গড়েন তিনি। সেই সাফল্যের পথ ধরে মাঠের বাইরেও ফুলে-ফেপে উঠছে তার ব্যাংক অ্যাকাউন্ট।
ভারতীয় তারকাদের মধ্যে ব্র্যান্ড মূল্যে ছাড়িয়ে গেছেন অনেক বলিউড তারকাকে। শাহরুখ খানকেও পেছনে ফেলার পথে আছেন বিরাট! এই মুহূর্তে তার ব্র্যান্ড মূল্য ৯২ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৩৭ কোটি ১৫ লাখ টাকারও বেশি! ভারতে তারচেয়ে বেশি ব্র্যান্ড মূল্য আছে আর বলিউড কিং শাহরুখের। ১৩১ মিলিয়ন ডলার, যা কীনা বাংলাদেশি মুদ্রায় ১০৫০ কোটি ৪৬ লাখ টাকারও বেশি!
অবশ্য কোহলির এমন মূল্যে অবাক হওয়ার কিছু নেই। সাফল্য যেখানে, সেখানেই তো বিজ্ঞাপনদাতারা ছুটবেন। মহেন্দ্র সিং ধোনি সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর ব্র্যান্ড মূল্য আরো বেড়েছে কোহলির। করপোরেট প্রতিষ্ঠান নিজেদের পণ্যের প্রচারে বেশি করে আস্থা রাখছেন ক্যাপ্টেনের ওপর। ১৩টির মতো প্রতিষ্ঠানের ব্যান্ড অ্যাম্বাসেডর তিনি। এর বাজার মূল্য বছরে ১০০ কোটি রুপি।
এর মধ্যে আছে- পেপসি, অ্যাডিডাস, অডি, ভিকস, বুস্ট, টিসট, হার্বালাইফ, কোলগেট, ইউএসএল, টিভিএস, স্ম্যাশ, নিতেশ এস্টেটের মতো নামকরা প্রতিষ্ঠান। এই তালিকায় প্রতিদিনই নতুন নাম যোগ হচ্ছে।
মাঠের বাইরেরও বেশ সময় কাটাচ্ছেন কোহলি। প্রেমিকা বলিউড তারকা আনুশকা শর্মার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন। দারুণ একটা ভ্যালেন্টাইনও পালন করেছেন। যেখানে প্রেমিকাকে বলেছেন, ‘তুমি পাশে থাকলে আমার প্রতিটা দিনই ভ্যালেন্টাইন।’
Discussion about this post