ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
একটু একটু করে যতোই সময় যাচ্ছ-নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন বিরাট কোহলি। ব্যাট হাতে রেকর্ড বুক উল্টে দিচ্ছেন তিনি। রোববার টেস্ট অধিনায়ক হিসেবে বিদেশের মাটিতে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড গড়লেন। পেছনে ফেলেছেন সৌরভ গাঙ্গুলিকে।
অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ৩১৮ রানে জয় তুলে নেয় ভারত। ৪১৯ রানের বিশাল লক্ষ্য তাড়ায় ১০০ রানে অলআউট ক্যারিবিয়রা। এর সঙ্গে সঙ্গে ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে বিদেশের মাটিতে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ডটি নিজের দখলে নেন কোহলি।
প্রিন্বস অব ক্যালকাটা খ্যাত সৌরভের নেতৃত্বে বিদেশে ২৮ টেস্টে ১১ জয় ছিল ভারতের। কোহলির ১২ জয় ২৬ টেস্টেই। দেশের বাইরে ভারতের তৃতীয় সফলতম অধিনায়ক ধোনি। তার নেতৃত্বে ৩০ টেস্টে জয় এসেছে ৬টি।
অধিনায়ক হিসেবে সব মিলিয়ে টেস্ট ম্যাচ জেতার রেকর্ডে কোহলি ছুঁয়েছেন ধোনিকে। ৬০টি টেস্টে নেতৃত্ব দিয়ে ধোনি ভারতের জেতান ২৭টিতে। কোহলি মাত্র ৪৭টি টেস্টে নেতৃত্ব দিয়ে ভারতকে জিতিয়েছেন ২৭টি ম্যাচে। সত্যিই কোহলির তুলনা হয় না!
Discussion about this post