ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ভারতের প্রথম সারির দৈনিক হিন্দুস্থান টাইমস কয়েকদিন আগেই প্রকাশ করে, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশ্ব একাশের বিপক্ষে আগামী মার্চে এশিয়া একাদশের হয়ে খেলতে ঢাকায় যাচ্ছেন বিরাট কোহলিসহ চার ভারতীয়। কিন্তু এ ব্যাপারে এখনও মুখ খোলেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরইমধ্যে শনিবার বিসিসিআইয়ের প্রধান সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন, কোহলিদের ঢাকায় খেলতে যাওয়া নিয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি।
আগামী মাসে ঢাকায় এশিয়া একাদশ বনাম বিশ একাদশের মধ্যে দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। যে ম্যাচে মাঠ মাতাতে পারেন ভারত অধিনায়ক কোহলি, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি ও শিখর ধাওয়ান। বিসিসিআইয়ের এই সূত্রের বরাত দিয়ে হিন্দুস্থান টাইমস লিখেছিল, ‘সৌরভ গাঙ্গুলি বিসিবিকে এই চার ক্রিকেটারের নাম পাঠিয়েছেন। দল গড়ার জন্য বিসিবির এই তালিকাটা দরকার ছিল।’
ব্যাপারটি নিয়ে শনিবার সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন, এ ব্যাপারে কোনো সিদ্ধান্তই হয়নি, ‘খেলোয়াড়দের ব্যস্ততা কী রকম, সেটার ওপর নির্ভর করে আমরা এ ব্যাপারে সিদ্ধান্ত নেব। এখনো কথাবার্তা চলছে। কিছুই নিশ্চিত নয়।’ দুটি টি-টোয়েন্টি যে আন্তর্জাতিক ম্যাচের মর্যাদা পাবে, সে ব্যাপারেও সৌরভ যে ওয়াকিবহাল, সেটা বোঝা গেছে স্পোর্টস্টারকে দেওয়া এই সাক্ষাৎকারে, ‘দুটি ম্যাচই আন্তর্জাতিক ম্যাচের মর্যাদা পাবে।’
এদিকে বিরাট কোহলিদের ঢাকায় আসা না আসা নিয়ে কিছুই বলছে না বিসিবিও। শুক্রবার সংস্থাটির সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন শুধু জানিয়েছেন, ‘যতক্ষণ না পর্যন্ত আমাদের সঙ্গে চুক্তি স্বাক্ষর না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা নাম প্রকাশ করতে পারব না। বিসিসিআই যদি বলে থাকে, তাহলে তাদের দায়িত্বে বলেছে। আমাদের একটা প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আমি বলতে পারছি না। আরও সময় লাগবে। কারণ, ক্রিকেটারদের থাকা না-থাকা অনেক কিছুর ওপর নির্ভর করে, চোটের ব্যাপার আছে। দেখা গেল একজন নিশ্চিত হয়েছে কিন্তু পরে আবার বাদও হয়ে যাচ্ছে। এ জন্যই আমরা চাচ্ছি একদম ম্যাচ শুরুর কাছাকাছি সময়ে গিয়ে জানাতে।’
এশিয়া ও বিশ্ব একাদশের ম্যাচ দুটি হবে আগামী ১৮ ও ২১ মার্চ ঢাকায়। এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। তবে ম্যাচ দুটির সম্ভাব্য তারিখ ২১ ও ২২ মার্চ।
Discussion about this post