ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
মুম্বাই ইন্ডিয়ানসকে মঙ্গলবার বাংলাদেশ সময় রাতে পঞ্চম আইপিএল শিরোপা এনে দিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। মূলত এরপর থেকেই
নেতৃত্বে কোহলি নাকি রোহিত সেরা সেই বিতর্কে নতুন করে শুরু হয়েছে। যা করেছেন সাবেক ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর। তিনি চাইছেন কোহলিকে সরিয়ে ভারতের টেস্ট নেতৃত্ব রোহিতকে দিতে।
মাত্র আট বছরের মধ্যে পাঁচবার আইপিএল জিতেছে রোহিতের দল মুম্বাই। ভারতের জার্সিতে যে কটা ম্যাচে অধিনায়কত্ব করার সুযোগ পেয়েছেন, তাতেও সাফল্য অভাবনীয়। অন্যদিকে কোহলি অধিনায়ক হিসেবে আইপিএলে অনেকটাই নিষ্প্রভ। দেশের জার্সিতে বহু দ্বিপাক্ষিক সিরিজ জিতলেও অধিনায়ক হিসেবে কোনো আন্তর্জাতিক ট্রফি জিততে পারেননি তিনি। তাই তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। এ ব্যাপারে এবার গম্ভীর বলেন, ‘রোহিত অধিনায়ক না হলে তাতে ভারতেরই ক্ষতি হবে, তার নয়। আমি জানি একজন অধিনায়কের কাছে ভালো দল থাকলে তবেই সে ভালো পারফর্ম করে। কিন্তু একটা পরিমাপকাঠি তো থাকতে হবে এবং সেটা সবার জন্য এক হওয়া উচিৎ। রোহিত তার দলকে পাঁচবার আইপিএল জিতিয়েছে।’
বর্তমানে তিন ফরম্যাটেই ভারকের অধিনায়ক কোহলি । অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক শিরোপা জেতার সৌভাগ্য তার হয়নি, একইভাবে কখনোই আইপিএলও জেতা হয়নি তার। তাই এবার কোহলিকে খোঁচা মেরে রোহিতকে ভারতের সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে তুলনা করেছেন গম্ভীর, ‘কেউই খারাপ না। রোহিত সাদাবলের ক্রিকেটে নিজের আর বিরাটের নেতৃত্বের ফারাকটা বুঝিয়ে দিয়েছে। একজন পাঁচবার শিরোপা জিতেছে আর একজন একবারও না। আমি এটা বলছি না যে কোহলি খারাপ অধিনায়ক। ’
Discussion about this post