ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সময়টা ভাল যাচ্ছে না তার। এইতো কিছুদিন আগেই রাজত্ব করেছেন ব্যাট হাতে। নেতৃত্বেও পেয়েছেন সাফল্য। কিন্তু এখন সেই বিরাট কোহলির নেই চেনা দাপট। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মতো সামনে ছাড়বেন ভারতীয় দলের অধিনায়কত্বও। বিশ্বকাপের পর সরে দাঁড়াবেন দল পরিচালনার দ্বায়িত্ব থেকে।
একইভাবে ৯ মৌসুম ধরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নেতৃত্ব দেওয়া কোহলির অধ্যায় শেষ হচ্ছে। সাধারণ একজন ক্রিকেটার হিসেবেই তিনি খেলবেন পরের মৌসুমে। তার আগে বলছিলেন, ‘এই ফ্র্যাঞ্চাইজির জন্য প্রত্যেক মৌসুমে আমি ১২০ ভাগ দিয়েছি। এখন খেলোয়াড় হিসেবে মাঠে তা দিয়ে যাব।’
এদিকে অধিনায়ক হিসেবে কোহলির শেষ ম্যাচ খেলার পর এই কিংবদন্তিকে খোলা চিঠি লিখলেন বাংলাদেশের যুব দলের ক্রিকেটার ১৭ বছর বয়সী প্রান্তিক নওরোজ নাবিল।
তিনি বিশ্বকাপ জয়ী দলেরও সদস্য। ফেসবুকে যুব দলের বিশ্বকাপ জয়ী তরুণ লিখলেন, ‘প্রিয় বিরাট কোহলি। আপনার অশ্রু দেখেছে অনেকে। ক্রিকেটের জন্য একজন খেলোয়াড়ের কতটা ভালোবাসা, সেটা আমি দেখলাম। আমি জানি এখন নিজের জন্য আপনি একটি নতুন বেঞ্চমার্ক তৈরি করবেন এবং যেটার জন্য আপনি কাঁদলেন তা অর্জন না করা পর্যন্ত থামবেন না। আপনার এই পরিবর্তন কেবল নিজের মধ্যেই থাকবে না, শিক্ষা হিসেবে আমার মতো তরুণদের হৃদয়ে বাজবে। আপনি উৎসর্গের শক্তি এবং আমার মতো মানুষের কাছে আশার প্রতিচ্ছবি। নেতৃত্ব একটি পদবি নয়, এটা ব্যক্তিত্ব যার ধারক আপনি।’
Discussion about this post