ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দারুণ জবাব। যেখানে বাংলাদেশ ক্রিকেট দল ছিল ড্রাইভিং সিটে, সেখানে শ্রীলঙ্কার এগিয়ে যাচ্ছে দুর্দান্ত দাপটে। দিমুথ করুণারত্নে ও ধনঞ্জয়া ডি সিলভা উইকেটে স্থীর হয়ে গেছেন। তাদের আউটের কৌশল যেন জানা নেই বাংলাদেশের বোলারদের। দুজনের দুইশ ছাড়ানো জুটিতে শনিবার ক্যান্ডি টেস্টে বাংলাদেশের বিপক্ষে চারশ ছাড়িয়ে লিডের পথে স্বাগতিক শ্রীলঙ্কা।
বাংলাদেশের বিপক্ষে করা দ্বিতীয় সেঞ্চুরিটিকে ডাবল করার পথে দিমুথ করুণারত্নে। ২০১৭ সালের অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে ক্যারিয়ার সেরা ১৯৬ রান করেছিলেন এই ব্যাটসম্যান। এবার পঞ্চম দেড়শতক করে ছুটছেন তিনি।
ক্যান্ডির উইকেটে তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজদের অনায়াসে গেলে শনিবার ১৫৩তম বলে একটি চার মেরে সপ্তম সেঞ্চুরি উদযাপন করেন ধনঞ্জয়া ডি সিলভা। ২০১৯ সালের ডিসেম্বরের পর এটা তার প্রথম শতক এবং বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় শতক।
৩১২ রানে পিছিয়ে থেকে ক্যান্ডি টেস্টের চতুর্থ দিন মাঠে নেমেছিল শ্রীলঙ্কা। প্রথম সেশন শেষে বাংলাদেশের সঙ্গে সেই ব্যবধান ২১০ রানে নামিয়ে আনে। এরপর শুধু এগিয়ে গেছে স্বাগতিকরা।
প্রশ্ন একটাই কোথায় থামবে শ্রীলঙ্কা? যদিও টেস্টের বাকি আর একদিন। কে জানে ড্রয়ের পথেই হয়তো এগিয়ে যাচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কার প্রথম টেস্ট।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংস: ১৭৩ ওভারে ৫৪১/৭ (ডি.) (তামিম ৯০, সাইফ ০, শান্ত ১৬৩, মুমিনুল ১২৭, মুশফিক ৬৮*, লিটন ৫০, মিরাজ ৩, তাইজুল ২, তাসকিন ৬*; লাকমল ৩৬-১৪-৮১-১, বিশ্ব ৩৫-৯-৯৬-৪, কুমারা ২৮-৪-৮৮-১, ম্যাথিউস ৭-১-১৪-০, ধনাঞ্জয়া ৩০-১-১৩০-১, হাসারাঙ্গা ৩৬-২-১১১-০, করুনারত্নে ১-০-৫-০)।
Discussion about this post