মঞ্চ তৈরি। মঙ্গলবার সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। মুখোমুখি হচ্ছে সিরিজের প্রথম টি-টুয়েন্টি ম্যাচে। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু সন্ধ্যা ৬টায়।
অতিমারি করোনাকালে এই সিরিজে থাকছে দারুণ সতর্ককতা। এছাড়া উপায়ও নেই। সংক্রমণ থেকে বাঁচতে অস্ট্রেলিয়ার নানা শর্ত, যা নিয়ে আলোচনা তুঙ্গে। তবে সবই মেনে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সংগতভাবেই করোনার সময়ে এই সিরিজে গ্যালারিতে থাকছে না দর্শক।
ক্রিকেটপ্রেমীরা অবশ্য টেলিভিশনের পর্দায়, ল্যাপটপ কিংবা মোবাইলে উপভোগ করতে পারবেন বাংলাদেশ-অজি লড়াই।
তিনটি চ্যানেলে খেলাগুলো দেখানো হবে খেলা। একমাত্র ক্রীড়াভিত্তিক চ্যানেল টি-স্পোর্টস, গাজী টিভি ও বাংলাদেশ টেলিভিশনে সরাসরি দেখা যাবে প্রতিটি ম্যাচ। আর অনলাইনে র্যাবিটহোলস্পোর্টসে খেলা দেখা যাবে।
অজিদের সঙ্গে সিরিজের বাকি ম্যাচগুলো হবে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। প্রতিটি ম্যাচই মিরপুরে, শুরু সন্ধ্যা ৬টায়।
Discussion about this post