ক্রিকবিডি২৪.কম ডেস্ক
বিরাট কোহলি ব্যাট হাতে মাঠে নামা মানেই যেন রানের ফুলঝুরি! এশিয়া কাপ ক্রিকেটে বিশ্রামে ছিলেন তিনি। সেই ছুটি কাটিয়ে ওয়ানডে ক্রিকেটে ফিরেই সেঞ্চুরি তুলে নিয়েছেন ভারত অধিনায়ক। সঙ্গে রোহিত শর্মাও পেয়েছেন শতরান। দু’জনের ব্যাটে অনায়াসেই জয়ের পথ খুঁজে নিয়েছে ভারত। সিরিজের প্রথম ওয়ানডেতে ৮ উইকেটের জিতেছে স্বাগতিকরা। এরই পথ ধরে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজে দল এগিয়ে গেল ১-০তে কোহলির দল।
গৌহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে রোববার টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান বিরাট কোহলি। ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে উইন্ডিজ করে ৩২২ রান। জবাবে নেমে ৪২.১ ওভারে ৮ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ৪৭ বল হাতে রেখে অনায়াস জয়।
ম্যাচটা একপেশে করে দিয়েছেন বিরাট কোহলি আর রোহিত শর্মা। দু’জনই ব্যাটিং সহায়ক উইকেটে শতরান তুলে নিতে ভুল করলেন না দু’জন। কোহলি মাত্র ৩৫ বলে করেন হাফসেঞ্চুরি। ১৬ বাউন্ডারিতে ৮৮ বলে সেঞ্চুরি। ওয়ানডে ক্রিকেটে এটি বিরাট কোহলির ৩৬ নম্বর শতক। ১০৭ বলে ১৪০ রানে সাজঘরের পথ ধরেন কোহলি।
রোহিত শর্মা শেষ পর্যন্ত ১১৭ বলে ১৫২ রানে অপরাজিত ছিলেন। ওয়ানডে ক্যারিয়ারের ২০তম শতরান তুলে নেন তিনি। শতকের হিসাবের টপকে যান ব্রায়ান লারাকে।
এর আগে ব্যাট করতে নেমে শিমরন হেটমায়ারের করেন দারুণ এক শতরান। মাত্র ৭৪ বলে করেন সেঞ্চুরি৷বিদায়ের আগে ৭৮ বলে করেন ১০৬ রান। তিনি মাত্র ১৩টি ওয়ানডের ক্যারিয়ারে করলেন তিনটি শতরান। কাইরন পাওয়েল ৩৯ বলে ৫১ রান তুলেন তিনি। যুবেন্দ্র চাহাল ১০ ওভারে ৪১ রান দিয়ে নেন ৩টি উইকেট।
৫ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে বুধবার মুখোমুখি হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ।
Discussion about this post