অনেক নাটকীয়তার পর ঘোষণা করা হল ভারতীয় নতুন কোচের নাম। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড নিশ্চিত করল বিরাট কোহলিদের প্রধান কোচ সাবেক ক্রিকেটার রবি শাস্ত্রী। ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত এ দায়িত্ব দেয়া হয়েছে তাকে। ভারতের বোলিং কোচ হিসেবে এই সময় পর্যন্ত নিয়োগ পেলেন সাবেক বাঁহাতি পেসার জহির খান। আর বিদেশ সফরে ব্যাটিং উপদেষ্টা হিসেবে কাজ করবেন কিংবদন্তি ব্যাটসম্যান রাহুল দ্রাবিড়।
তিন ভারতীয় কিংবদন্তি শচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি ও ভিভিএস লক্ষন কোচ নির্বাচন করেন। আগ্রহী ১০ প্রার্থীর মধ্যে নিজেরা বাছাই করে সাক্ষাৎকার নেন- টম মুডি, শাস্ত্রী, লালচাঁন রাজপুত, বিরেন্দর শেবাগ ও রিচার্ড পাইবাসের।
অনিল কুম্বলের জায়গায় এখন দেখা যাবে রবি শাস্ত্রীকে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে হারের পর প্রধান কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেন কুম্বলে। অধিনায়ক কোহলির সঙ্গে বনিবনা হচ্ছিল না তার। গত বছরও কোচ হওয়ার লড়াইয়ে ছিলেন শাস্ত্রী। কিন্তু কুম্বলের সঙ্গে পেরে উঠেন নি।
১৯৮৩ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য শাস্ত্রী। ১১ বছরের ক্যারিয়ারে খেলেছেন ৮০টি টেস্ট ও ১৫০টি ওয়ানডে। অন্যদিকে ৩৮ বছর বয়সী জহিরেরর ৯২টি টেস্ট, ২০০টি ওয়ানডে আর ১৭টি টি-টুয়েন্টি খেলার অভিজ্ঞতা রয়েছে ।যদিও কোচিংয়ের কোনো অভিজ্ঞতা নেই জহিরের। তবে বেশ কিছুদিন ধরেই কোচিংয়ের সঙ্গে জড়িয়ে আছেন দ্রাবি। আরাে দুই বছরের জন্য ভারত ‘এ’ দল ও অনূর্ধ্ব-১৯ দলের কোচের দ্বায়িত্ব দেয়া হয়েছে তাকে।
রবি শাস্ত্রী-জহিরের প্রথম দ্বায়িত্বটা শুরু হবে শ্রীলঙ্কায়। ২৬ জুলাই লঙ্কানদের সঙ্গে সিরিজের প্রথম টেস্ট ভারতের।
Discussion about this post