ধর্মীয় রীতি মেনে চলতেই ভালবাসেন তিনি। তারই অংশ হিসেবে রোজা রেখেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলছেন দক্ষিণ আফ্রিকার মুসলিম ক্রিকেটার হাশিম আমলা। এমনিতে ইংল্যান্ডে এখন রোজার জন্য প্রায় ১৯ ঘণ্টা পানাহার থেকে বিরত থাকতে হচ্ছে ধর্মপ্রাণ মুসলমানদের। কঠিন এই কাজটি করছেন আমলা।
চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের বিপক্ষে রোজা রেখেই খেলেন ইংলিশ ক্রিকেটার মঈন আলি। রোববার শ্রীলঙ্কানদের বিপক্ষে রোজা রেখে মাঠে নামেন হাশিম আমলা।আর নেমেই ব্যাট হাতে স্বভাবসুলভ চমক দেখান। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে দলটি আরেকবার এমন বাজে শুরুর দিনে হাশিম আমলার (১০৩) বিশ্বরেকর্ডে ভর করে ২৯৯ রানের স্বস্তির স্কোর গড়ে প্রােটিয়ারা।
আমলা এদিন ওয়ানডের ইতিহাসে সবচেয়ে কম ইনিংসে ২৫টি সেঞ্চুরি করেন। এই মাইলফলক স্পর্শ করতে তার লেগেছে ১৫০ ইনিংস। এর আগে বিরাট কোহলি ১৬২ ইনিংসে ২৫ সেঞ্চুরির কীর্তি গড়েছিলেন। অনেক আগেই ভারতীয় অধিনায়ককে টপকে গেলেন তিনি।
Discussion about this post