নিষ্টুর ফুটবল মনে হচ্ছিল আরো একবার ‘প্রতারনা’ করবে নেদারল্যান্ডসের সঙ্গে। পুরো ম্যাচে দুর্দান্ত খেলা দলটি বুঝি সেই টাইব্রেকার লটারিতে আরো একবার ছিটকে যাবে। কেননা, এভাবে যে কখনোই জিততে পারেনি ডাচরা। কিন্তু শনিবার ঠিকই স্রোতের বিপরীতে ঘুরে দাড়াল ইউরোপের দেশটি। কোস্টারিকার রুপকথার ইতি টানল তারা। টাইব্রেকারে তাদের ৪–৩ গোলে হারিয়ে ব্রাজিল বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেল আরিয়ান রোবেনরা।
বুধবার সাও পাওলোয় আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে লড়বে নেদারল্যান্ডস।
টাইব্রেকারের আগে চমক দেখান ডাচ কোচ লুই ফন গাল। নিয়মিত গোলরক্ষক ইয়াসপার সিলেসেনকে উঠিয়ে টিম ক্রুলকে নামান তিনি। তাতেই বাজিমাত! ব্রায়ান রুইসের দ্বিতীয় শটটি আটকে দেন প্রথমে। এরপর মিচেল উমানার পঞ্চম শটটি ঠেকিয়ে ক্রুল ডাচদের নিয়ে যান সেমিফাইনালে।
ম্যাচের নির্ধারিত ও অতিরিক্ত সময় খেলা ছিল গোলশুন্য।
অথচ একাধিক গোল পেতে পারতো নেদারল্যান্ডস। কিন্তু বারবারই ভাগ্য প্রতারনা করেছে তাদের সঙ্গে।
অথচ শনিবার সালভাদরের আরেনা ফন্তে নোভায় ডাচদের সুন্দর ফুটবলের সামনে বিবর্ন ছিল কোস্টারিকা। কোনরকম আক্রমন সামাল দিতে ব্যস্ত থেকেছে তারা। রোবিন ফন পার্সি, ওয়েসলি স্নেইডার আর আরিয়ান রোবেনরা আক্ষেপে পুড়েছেন বারবার।
কিন্তু শেষ পর্যন্ত টাইব্রেকারে জিতে হাসিমুখে মাঠ ছাড়ল তারা।
Discussion about this post