বাংলাদেশ ক্রিকেট কাঠামোটাকে ভালো করে চিনে নিতে চাইছেন গ্যারি কারস্টেন। তাইতো কথা বলছেন ক্রিকেট সংশ্লিষ্টদের সঙ্গে। পুরো ব্যাপারটা পর্যালোচনা করে দেখছেন তিনি। তার অংশ হিসেবেই কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে মঙ্গলবার কথা বলেন তিনি। রাজধানীর সোনারগাঁও হোটেলে সকালে দুই কোচ প্রায় ৩০ মিনিট কথা বলেন।
এরইমধ্যে বাংলাদেশ ক্রিকেট দলের উপদেষ্টার ভূমিকায় আছেন কারস্টেন। এ জন্য দক্ষিণ আফ্রিকান সাবেক ক্রিকেটার পাশে দাঁড়িয়েছেন বিসিবির। দলের মনোভাব বুঝে নিতে মুশফিকুর রহীম আর মাশরাফির সঙ্গেও কথা বলেছেন তিনি।
আর এর অংশ হিসেবে কোচ সালাউদ্দিনের সঙ্গে কথা বললেন। কি কথা হল কারস্টেনের সঙ্গে? আেমন প্রশ্নে সাকিব আল হাসানদের গুরু বলেন, ‘উনার সঙ্গে কথা বলে ভালো লেগেছে। কারস্টেন বাংলাদেশের ক্রিকেট আর ক্রিকেটারদের ব্যাপারে জানতে চেয়েছেন। আমার ব্যাপারেও নানা কথা জিজ্ঞেস করেছেন।’ এখানেই শেষ নয়, ভারত ও দক্ষিণ আফ্রিকার সাবেক এই কোচের সঙ্গে এরইমধ্যে সাক্ষাত হয়েছে দুই নির্বাচক মিনহাজুল আবেদীন ও হাবিবুল বাশারের।
এদিকে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন জানালেন, ‘দেখুন ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে এই প্রক্রিয়া শেষ করতে চাই। এহেড কোচের জন্য আমাদের কাছে যে নামগুলো আছে, তা আমরা তার (গ্যারি) কাছে পাঠিয়েছি। উনি বাংলাদেশে এসে কাজ করছেন, এ জন্য হয়তো মনে হচ্ছে উনি এখন কাজ করছেন। উনি কিন্তু ভারতে থাকতেও কাজ করেছেন। আমরা যে সব নাম তার কাছে পাঠিয়েছিলাম তাদের সঙ্গে উনি যোগাযোগ করছেন।’
জানা গেছে ক্যারিবীয় সফরের আগেই দল চূড়ান্ত করে ফেলবে বাংলাদেশ।
Discussion about this post