ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শেষটা কিছুতেই ভাল হলো না সাকিব আল হাসানের। শিরোপাও জিততে পারলেন না তিনি। তার দল কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে আইপিএলের চতুর্থ শিরোপা জিতল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। শুক্রবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নাইটদের ২৭ রানে হারায় তারা।
ম্যাচে ব্যাট-বল দুটোতেই ফ্লপ সাকিব। ৩ ওভারে ৩৩ রান দিয়ে উইকেটশূন্য। তারপর ব্যাট হাতে নেমে প্রথম বলেই আউট। দুঃস্বপ্নের মতো ফাইনাল।
এবারের আইপিএলে ৮ ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন সাকিব। টুর্নামেন্টে মোট ৩৯ ওভার বোলিং করে এই স্পিনার নিয়েছেন মাত্র ৪টি উইকেট। ওভার প্রতি রান দিলেন ৭.১৯। একটি উইকেট পেতে লাগল ৪৭টি বল। অথচ সাকিবের সমান ম্যাচ খেলেও হোল্ডার নিয়েছেন ১৬টি উইকেট
এদিকে ব্যাট হাতেও ফ্লপ সাকিব। ৮ ম্যাচ খেলে ব্যাট করতে নামেন ৬ বার। একবার অপরাজিত থাকা সাকিব টুর্নামেন্টে করেন মাত্র ৪৭ রান। স্ট্রাইক রেট ৯৭.৯১।
এদিকে রোববার বিশ্বকাপের উদ্বোধনী দিন মাঠে নামছে বাংলাদেশ। আইপিএলের জৈব সুরক্ষা বলয় থেকে সরাসরি জাতীয় দলের হোটেলে উঠলেন সাকিব। আলাদা কোয়ারেন্টাইন করা লাগছে না তার। আইপিএলে ব্যর্থ সাকিব। এবার আসল লড়াই। বাংলাদেশের হয়ে বিশ্বকাপ মিশন। রোববার প্রথম দিনই টাইগারদের প্রতিপক্ষ স্কটল্যান্ড।
Discussion about this post