ভারতের বিপক্ষে ঐতিহাসিক সেই টেস্টের জন্য বাংলাদেশ দল ঘোষণা হবে বুধবার। তার আগে সেই দলে জায়গা করে নিতে মরিয়া হয়ে উঠেছেন মুশফিকুর রহিম, ইমরুল কায়েস ও মুমিনুল হক। ফিটনেস পরীক্ষার জন্য প্রস্তুত নিউজিল্যান্ড থেকে ইনজুরি নিয়ে ফেরা এই তিন ক্রিকেটার। এই পরীক্ষায় ডাক পেলেই কেবল মিলতে পারে ভারত যাওয়ার টিকিট।
তার আগে মঙ্গলবার মিরপুরের ইনডোরে ব্যাট হাতে নামেন তারা তিনজনই। ভারত সফরের দল ঘোষণার আগে নিজের প্রস্তুত করার লড়াইয়ে আছেন তারা। বিরাট কোহলিদের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য বুধবার দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
চন্ডিকা হাতুরুসিংহে মঙ্গলবার রাতে সিডনি থেকে ঢাকায় ফিরবেন। এরপরই নির্বাচকদের সঙ্গে বসে ঠিক করা হবে দল। তার আগে অবশ্য কথা হবে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী, ট্রেনার মারিও ভিল্লাভারায়েন, ফিজিও ডিন কনওয়ে এবং সহকারী ও ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসলের সঙ্গে। তাদের কাছ থেকে ফিটনেস সার্টিফিকেট পাওয়া ক্রিকেটাররাই চূড়ান্ত দলের জন্য বিবেচিত হবেন।
সেই টেস্ট ম্যাচটি খেলতে আসছে ২ ফেব্রুয়ারি ঢাকা ছাড়বে বাংলাদেশ দল।। হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ-ভারতের মধ্যকার সেই একমাত্র টেস্ট ম্যাচ শুরু হবে। তার আগে বিরাট কোহলিদের মুখোমুখি হওয়া আগেস্বাগতিক ‘এ’ দলের বিপক্ষে দু’দিনের (৫-৬ ফেব্রুয়ারি) একটি প্রস্তুতি ম্যাচ।
বাংলাদেশের প্রাথমিক দল-
তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, সাব্বির রহমান, সৌম্য সরকার, মেহেদী মারুফ, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, শুভাগত হোম, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, মাশরাফি বিন মুর্তজা, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, শুভাশীষ রায়, রুবেল হোসেন, এবাদত হোসেন, তানবীর হায়দার, আব্দুল মজিদ, এনামুল হক বিজয়, আল আমিন হোসেন, আলাউদ্দিন বাবু, লিটন কুমার দাস, নাসির হোসেন ও শফিউল ইসলাম।
Discussion about this post