ঈদের আগেই ইংল্যান্ড থেকে মাশরাফি-মুশফিকরা ‘সেরা সাফল্য’ নিয়ে ফিরেছেন দেশে। প্রথমবারের মতো আইসিসির কোনো টুর্নামেন্টের সেমি-ফাইনাল খেলল বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এমন দারুণ সাফল্যে বেশ ফুরফুরে মেজাজেই ছিলেন ক্রিকেটাররা। এবার তাইতো দ্বিগুণ আনন্দ নিয়ে ঈদের ছুটিতে আছেন তারা। ঈদের কেনাকাটাও করনে বাড়তি আনন্দ নিয়ে। মজার ব্যাপার হল অনেকে ইংল্যান্ড থেকেই কিনেছেন প্রিয়জনের জন্য ঈদ উপহার।
প্রতিবারের মতো এবারো অধিকাংশ ক্রিকেটারই নিজের গ্রামের বাড়িতে ঈদ করেছেন। নাড়রি টানে সবাই ছুটে গেছেন চেনা পরিবেশে। টাইগারদের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বরাবরই ঈদ আনন্দ উযাপন করেন তার গ্রামের বাড়ি নড়াইলে। নিজএলাকায় বাবা-মায়ের সঙ্গে ঈদ করেছেন। সন্তান সাহিল আর ছোটভাইকে নিয়ে গেছেন ঈদগাহে। নামাজ আদায় শেষে বন্দুদের সঙ্গে কাটিয়েছেন সময়।
টেস্ট অধিনায়ক মুশফিকুর রহীম বরাবরের মতো সপরিবারে ঈদ করলেন নিজ এলাকা বগুরায়। ছোটদের সঙ্গে নিয়ে যান ঈদের ময়দানে। আর টি-টুয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান ঈদ করেন মাগুরায়। এইতো গত ঈদটা কাটাতে হয়েছে ভিন দেশে। তখন ক্যারিবিয়ান ক্রিকেট লিগ খেলার জন্য ওয়েস্ট ইন্ডিজ ছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
তামিম ইকবালের ঈদ আনন্দটা ছিল অন্যরকম। স্ত্রী-সন্তানকে নিয়ে সিঙ্গাপুর সময় কাটালেন তিনি। তারপর ঈদের আগের রাতেই দেশে ফিরেনস। নিজ চট্টগ্রামে সপরিবারে ঈদ করেন দেশ সেরা এ ওপেনার। সঙ্গে ছিলেন পরিবারের মানুষরা।
মাহমুদউলাহ রিয়াদ প্রতিবারের মতো ঈদ করতে যান গ্রামেরবাড়ি ময়মনসিংহে। সাব্বির রহমান বরাবরের মতো ঈদ করনে রাজশাহীতে। মোসাদ্দকে হোসেন যান ময়মনসিংহে। গত রোজার ঈদ অন্যরকস ছিল কাটারমাস্টার মুস্তাফিজুর রহমানের। ইন্ডিয়ান প্রিমিয়ারলিগে (আইপিএল) সানরাইজার্স হায়দারাবাদকে চ্যাম্পিয়ন করে দেশে খ্যাতির বিড়ম্বনায় পড়েন। এবার দৃশ্যপট অনেকটা পালটে গেছে। নিজ এলাকায় মজা করেই সময় কাটছে তার।
মোহাম্মদপুরের ছেলে তাসকিন আহমেদ ঈদ করলেন ঢাকাতে। ফেসবুকে সেলফি দিলেন বাবার সঙ্গে।
খুলনায় ঈদ করেন মেহেদী হাসান মিরাজ। খুলনার আরেক ক্রিকেটার নুরুল হাসান সোহানের বিয়ে পরবর্তী অনুষ্ঠান খুলনা ক্লাবে ৩০ জুন। অন্যরকম ঈদ কেটেছে তারও।
এদিকে ইমরুল কায়েস ঈদ শপিং করেন ইংল্যান্ড থেকে। সেখান থেকেই ফিরেই গ্রামেরবাড়ি মেহেরপুরের পথে রওনা দেন তিনি। ঈদ করলেন সেখানেই।
১০ জুন থেকে ফের ক্রিকেটাররা ব্যস্ত হয়ে উঠবেন। এদিন থেকে মিরপুরের শেরেবাংলায় শুরু হবে ক্রিকেটারদের কন্ডিশনিং ক্যাম্প। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজকে সামনে রেখে প্রস্তুত হবেন ক্রিকেটাররা।
Discussion about this post