শক্তির বিচারে দুই দলের ব্যবধান আকাশ-পাতাল। মাঠেও তার ছাপ থাকল। মধ্যপ্রাচ্যর ওই দেশটিকে উড়িয়ে দিয়ে বাংলাদেশ উঠে গেছে এশিয়ান গেমস ক্রিকেটের সেমিফাইনালে। মাশরাফি বিন মর্তুজার দল জিতেছে ২০৩ রানের বিশাল ব্যবধানে।
এখন ফাইনালে উঠার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী শ্রীলঙ্কা।
ইনচনের ইয়োনহুই ক্রিকেট গ্রাউন্ডে বুধবার সকালে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। মোহাম্মদ মিঠুনের হাফসেঞ্চুরিতে দল তুলে ২০ ওভারে ৯ উইকেটে ২২৪ রান। রীতিমতো রান পাহাড়।
তামিম ইকবাল ২২ বলে করেন ২৮। এনামুল হক ১৮ বল খেলে করেন ৩৮ রান। নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরা সাকিব আল হাসানের ব্যাট থেকে আসে ২৩। ঝড়ো ইনিংস খেলেন মোহাম্মদ মিথুন। ২৫ বলে করেন ৫৯। সাব্বির রহমান করেন ৩৫ রান।
৩ উইকেট নেন কুয়েতের বাসতাকি ফাহাদ।
জবাব দিতে নেমে ১৩ ওভারে মাত্র ২১ রান তুলে অলআউট হয়ে যায় কুয়েত। দলটির কোনো ব্যাটসম্যানই দুই অঙ্ক ছুঁতে পারেননি। সর্বোচ্চ ৭ রান করেন আলোতায়বি মোহামেদ।
৮ রান দিয়ে ৪ উইকেট নেন স্পিনার আরাফাত সানি। ১ রানে ৩ উইকেট শিকার করেন মাহমুদউল্লাহ। শুভাগত হোম চৌধুরী, সাব্বির ও সাকিব প্রত্যেকেই নেন একটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ : ২২৪/৯, ২০ ওভার (তামিম ২৮, এনামুল ৩৮, মিঠুন ৫৯, সাকিব ২৩, সাব্বির ৩৫, মাহমুদউল্লাহ ৪, নাসির ৯, মাশরাফি ১, আরাফাত ১*, রুবেল ৫*, অতিরিক্ত ২১; আলোতাইবি মোহাম্মদ ২/১৯, আলকান্দারি মোহাম্মদ ২/৪২, বাসটাকি ফাহাদ ৩/৪৮, বাসটাকি মাহমুদ ২/৪৫)।
কুয়েত : ২১/১০, ১৩ ওভার (ফাহাদ ৬, আলোতাইবি ৭; মাহমুদউল্লাহ ৩/১, আরাফাত সানি ৪/৮, সাকিব ১/৪, সাব্বির ১/৪, শুভগত ১/২)।
ফল : বাংলাদেশ ২০৩ রানে জয়ী।
Discussion about this post