বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে উঠেছে রংপুর রাইডার্স। সোমবার রাতে দ্বিতীয় কোয়ালিফায়ারে তামিম ইকবালের দলকে ৩৬ রানে হারিয়েছে মাশরাফি বিন মতুর্জার রংপুর। শিরোপা লড়াইয়ে ঢাকা ডায়নামাইটসের সঙ্গী হবে তারা। যদিও ফাইনালের আগে প্রস্তুতির সুযোগ পাচ্ছে না তারা। মঙ্গলবার মিরপুরের শেরবাংলা স্টেডিয়ামে শিরেপার লড়াইয়ে ঢাকার সঙ্গে লড়বে দলটি।
সাকিবের ঢাকার লক্ষ্য চতুর্থ ট্রফি অার রংপুর প্রথমবারের মতো ট্রফির জন্য মঙ্গলবার মিরপুরের হোম অব ক্রিকেটে খেলতে নামবে।
বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারের দ্বিতীয় দিনে মঙ্গলবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে করে ১৯২ রান। জবাব দিতে নেমেব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারের শেষ বলে ১৫৬ রানে অল আউট হয়ে যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
তবে টুর্নামেন্টের প্লেইং কন্ডিশন অনুযায়ী আগের দিনই ফাইনাল নিশ্চিত হতে পারতো কুমিল্লার। কারণ বৃষ্টিতে ম্যাচ না হলে জয়ে এগিয়ে থাকায় টিকিট পেতো। কিন্তু বিপিএলের প্লেয়িং কন্ডিশনের বাইরে গিয়ে খেলাটি নিয়ে যাওয়া হয় রিজার্ভ ডেতে। এখন নিশ্চয়ই খেলতে নামার জন্য আক্ষেপ করতে পারেন কুমিল্লার ক্যাপ্টেন তামিম।
১৯৩ রানের লক্ষ্যে খেলতে নেমে তামিম ইকবাল করেন ১৯ বলে ৩৬। লিটন দাস ২৮ বলে ৩৯। লড়েছেন জস বাটলার (১৬ বলে ২৬) ও মারলন স্যামুয়েলস (৩০ বলে ২৭)। রংপুরের হয়ে রুবেল হোসেন তিন উইকেট নেন। রবি বোপারা ও ইশুরু উদান নেন দুটি করে উইকেট।
তারও আগে রংপুরের হয়ে ৬৩ বলে ১০৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন জনাথন চার্লস। আগের দিন বৃষ্টির আগে চারটি করে চার-ছক্কায় ২৬ বলে ৪৬ রানে অপরাজিত ছিলেন চার্লস। এদিন হাফসেঞ্চুরি করেন ৩৪ বলে। ইনিংসের শেষ ওভারের আগে সাইফউদ্দিনের বলে ছক্কা হাঁকিয়ে করেন সেঞ্চুরি। শেষ পর্যন্ত ৯ চার ও ৭ ছক্কায় ১০৫ রানে অপরাজিত ছিলেন তিনি। ম্যাকালাম ৪৬ বলে ৭৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। যাতে ছিল ৯টি ছক্কা!
সংক্ষিপ্ত স্কোর-
রংপুর রাইডার্স: ২০ ওভারে ১৯২/৩ (চার্লস ১০৫, গেইল ৩, ম্যাককালাম ৭৮, বোপারা ০, মাশরাফি ০*; মেহেদি ১/৪৪, হাসান ১/২৩, মালিক ০/৪, সাইফ উদ্দিন ১/৩৮)।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ২০ ওভারে ১৫৬/১০ (তামিম ৩৬, লিটন ৩৯, ইমরুল ০, মালিক ১০, স্যামুয়েলস ২৭, বাটলার ২৬, হাসান ৬; সোহাগ ১/১৫, মাশরাফি ১/৪০, রুবেল ৩/৩৪, উদানা ২/২৪, বোপারা ২/১৭, অপু ১/২৫)।
ফল: রংপুর রাইডার্স ৩৬ রানে জয়ী
ম্যাচসেরা: জনসন চার্লস
Discussion about this post