ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
টি-টুয়েন্টি মানেই চার-ছক্কার ফুলঝুরি। ব্যাটসম্যানদের চার-ছক্কা দেখতেই গ্যালারিতে ভীড় করেন দর্শকরা। কিন্তু মিরপুরের শেরেবাংলার উইকেটে শুধুই রান খরা। এখানে চার-ছয় দূরে থাক, পুরো ওভার টিকতে গিয়েই হিমশিম খাচ্ছেন ব্যাটসম্যানরা। শনিবার তেমনই অভিজ্ঞতা হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানসের।
ইমরুল কায়েসের দলকে উড়িয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) রাউন্ড রবিন লিগ শেষ করেছে চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। শনিবার বিপিএলে দিনের প্রথম ম্যাচে ৯ উইকেটে অনায়াসে জিতেছে মাশরাফি বিন মুর্তজার দল।
প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৭৩ রানে অলআউট হয় কুমিল্লা। এরপর ৬৩ বল আর ৯ উইকেট জয়ের ম্যাচ জিতে নেয় রংপুর।
ম্যাচে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়েই হেরে বসে কুমিল্লা। মিরপুরের হোম অব ক্রিকেটে শুরু থেকেই চলতে থাকে উইকেট পতনের মিছিল। কেউই রংপুরের আক্রমনের সামনে দাঁড়াতে পারেন নি। দলের হয়ে সর্বোচ্চ ২১ রান তুলেন জিয়াউর রহমান। লিয়াম ডসনের ব্যাটে ১৮ রান। তামিম, ইমরুল, আবু হায়দার রনি ও ওয়াহাব রিয়াজ কোন রান না করেই ফিরেন সাজঘরে।
রংপুরের বোলার রবি বোপারা ৩ উইকেট নিতে খরচ করেন ৭ রান। দুটি করে উইকেট শিকার করেছেন নাহিদুল ইসলাম ও মাশরাফি। প্রথম ম্যাচ খেলতে নামা লেগ স্পিনার মিনহাজুল আবেদীন আফ্রিদি তুলেন ১ উইকেট।
জবাব দিতে নেমে অনায়াসেই জিতেছে রংপুর। ওপেনার মেহেদি মারুফ দ্রুত ফিরলেও এরপর এবি ডি ভিলিয়ার্স আর ক্রিস গেইল পথ দেখান। গেইল ৩০ বলে অপরাজিত ৩৫। ২২ বলে ৩৪ রানে অপরাজিত ডি ভিলিয়ার্স।
বিপিএলে প্রাথমিক পর্ব শেষে ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রংপুর। সমান ম্যাচে কুমিল্লারও ১৬। তবে রান রেটে পিছিয়ে দলটি। সোমবার ফাইনালে উঠার প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে রংপুর-কুমিল্লা।
সংক্ষিপ্ত স্কোর-
কুমিল্লা ভিক্টোরিয়ানস: ১৬.৩ ওভারে ৭২ (তামিম ০, এনামুল ৫, শামসুর ১২, ইমরুল ০, ডসন ১৮, থিসারা ৩, জিয়া ২১, আবু হায়দার ০, ওয়াহাব ০, সঞ্জিত ২, ওয়াকার ৬; নাহিদুল ২-১-৯-২, মাশরাফি ৪-০-১৮-২, শহিদুল ৩-০-১২-১, মিনহাজুল ২.৩-০-৮-১, বোপারা ৩-০-৭-৩, রেজা ২-০-১৭-০)
রংপুর রাইডার্স: ৯.৩ ওভারে ৭৬/১ (গেইল ৩৫*, মারুফ ৫, ডি ভিলিয়ার্স ৩৪*; আবু হায়দার ২-০-১১-০, সঞ্জিত ৩.৩-০-৩২-১)
ফল: রংপুর ৯ উইকেটে জয়ী
ম্যাচসেরা: রবি বোপারা
Discussion about this post