ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলতে গত বুধবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে পৌঁছেছিল বাংলাদেশ ক্রিকেট দল। এরপর গত দুইদিন তামিম ইকবাল-মুশফিকুর রহিমরা একেবারে রুমবন্দি ছিলেন। সে অবস্থা থেকে তারা ৪৮ ঘণ্টা পর মুক্ত বাতাসে নামার সুযোগ পেয়েছেন তারা। শুক্রবার প্রথমবারের মতো হোটেল রুমের বাইরে বের হওয়ার সুযোগ পেয়েছে টাইগাররা।
আগামী ২০ মার্চ থেকে শুরু নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের মাঠের লড়াই। যা চলবে ১ এপ্রিল পর্যন্ত। এই ছোট সূচির জন্য বাংলাদেশকে থাকতে হচ্ছে প্রায় দেড় মাসের মতো। নভেল করোনাভাইরাসের কারণে এই কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে।
বর্তমানে ক্রাইস্টচার্চে বাংলাদেশ দেল রয়েছে ‘শ্যাডো বাই পার্ক হোটেল’। প্রথম দুদিন ক্রিকেটারেরা যে যাঁর রুমেই বন্দি ছিলেন। করোনার পরীক্ষা করে সবার নেগেটিভ আসায় আজ থেকে ৩০-৪০ মিনিট করে হাঁটার সুযোগ দেওয়া হয়েছে। দেখা করতে পেরেছেন একে অন্যের সঙ্গে। যদিও দুই মিটার করে দূরত্ব মানতে হয়েছে। পুরোপুরি মুক্তভাবে চলাফেরা করতে অপেক্ষা করতে হবে আরও ১২ দিন।
আগামী ২০ মার্চ বাংলাদেশ ও নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডে শুরু হবে। সিরিজের পরের দুই ওয়ানডে হবে ২৩ ও ২৬ মার্চ। সিরিজের প্রথম ওয়ানডে হবে ডানেডিনে, দ্বিতীয়টি হবে ক্রাইস্টচার্চে আর শেষটি হবে ওয়েলিংটনে। এরপর আগামী ২৮ মার্চ থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের পরের দুটি টি-টোয়েন্টি হবে ৩০ মার্চ ও ১ এপ্রিল। প্রথম ম্যাচটি হবে হ্যামিল্টনে, দ্বিতীয়টি নেপিয়ারে, শেষটি অকল্যান্ডে।
Discussion about this post