শুরুতেই হোঁচট খেয়েছিল বাংলাদেশ। কোন রান না করেই ফিরে যান সৌম্য সরকার। কিন্তু তামিম ইকবাল-সাব্বির রহমানের দারুণ ব্যাটিংয়ে পথ খুঁজে নেয় বাংলাদেশ। কিন্তু তারপরই দ্রুত ৩ উইকেট পতন। মনে হচ্ছিল ২৭১ অনেক দুরের পথ। কিন্তু লড়লেন দুই ভায়রা ভাই- মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহ। তাদের অবিচ্ছিন্ন জুটিতেই দেশের বাইরে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম জয় পেয়েছে টাইগাররা।
বুধবার ডাবলিনের ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব গ্রাউন্ড মাঠে টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান মাশরাফি। শুরুটা নিউজিল্যান্ড দুর্দান্ত করলেও শেষ দিকে দারুণভাবে ঘুরে দাঁড়ায় টাইগারররা। নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২৭০ রানেই আটকে যায় কিউইরা। এরপর জবাব দিতে নেমে ৪৮.২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে বাংলাদেশ।
ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে ৫ উইকেটের জয় দিয়ে শেষ করা বাংলাদেশ প্রথমবারের মতো উঠল আইসিসি ওয়ানডে র্যাংঙ্কিংয়ের ছয় নম্বরে। পেছনে ফেলল শ্রীলঙ্কাকে।
এ জয়ে বড় অবদান ব্যাটিংয়ে শুরুতে তামিম-সাব্বিরের। দুজনই করেন ৬৫ রান। পরে অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেটে ৭২ রানের জুটিতে ১০ বল হতে রেখে দলকে জেতান মুশফিক-মাহমুদউল্লাহ। ৪৫ বলে ৪৫ রানে অপরাজিত থাকেন মুশফিক। ৩৬ বলে ৪৬ রানে নটআউট মাহমুদউল্লাহ।
এর আগে নিউজিল্যান্ডের হয়ে টম ল্যাথাম সর্বোচ্চ ৮৪ রান করেন। এছাড়া নেইল ব্রম ৬৩ এবং রস টেলর করেন ৬০ রান। এছাড়া কোরি অ্যান্ডারসন ২৪ রানের ইনিংস খেললেও লুক রনকি (২), মিচেল স্যান্টনার (০) ও জেমস নিশাম (৬) ব্যর্থ হয়েই ফেরেন।
বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন নাসির হোসেন, সাকিব আল হাসান ও মাশরাফি। একটি করে উইকেট নেন মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।
এবার চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে ইংল্যান্ডে যাবে বাংলাদেশ। ১-১৮ জুন ইংল্যান্ড ও ওয়েলসের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসবে। ১ জুন উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে টাইগারদের অন্য দুই প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর-
নিউজিল্যান্ড: ৫০ ওভারে ২৭০/৮ (ল্যাথাম ৮৪, রনকি ২, ব্রুম ৬৩, টেইলর ৬০*, অ্যান্ডারসন ২৪, নিশাম ৬, স্যান্টনার ০, মানরো ১, হেনরি ৫, প্যাটেল ৭*; মাশরাফি ২/৫২, মুস্তাফিজ ১/৪৬, রুবেল ১/৫৬, নাসির ২/৪৭, সাকিব ২/৪১, মোসাদ্দেক ০/১৪)
বাংলাদেশ: ৪৮.২ ওভারে ২৭১/৫ (তামিম ৬৫, সৌম্য ০, সাব্বির ৬৫, মোসাদ্দেক ১০, মুশফিক ৪৫*, সাকিব ১৯, মাহমুদউল্লাহ ৪৬*; প্যাটেল ২/৫৫, হেনরি ০/৪৯, বেনেট ১/৪৭, অ্যান্ডারসন ০/৩৭, স্যান্টনার ১/৫৩, নিশাম ০/২৮)
ফল: বাংলাদেশ ৫ উইকেটে জয়ী
ম্যাচসেরা: মুশফিকুর রহীম
সিরিজসেরা: টম লাথাম
Discussion about this post