ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
গল টেস্টে জয়ের সুবাস আগেই পাচ্ছিল শ্রীলঙ্কা। বাকী ছিল শুধুই আনুষ্ঠানিকতা। সেটিও সেরে নিয়েছে স্বাগতিকরা। গল আন্তর্জাতিক ক্রিকেটে স্টেডিয়ামে স্টেডিয়ামে চতুর্থ ইনিংসে রান তাড়া ব্যাটসম্যানদের জন্য দুঃস্বপ্নের এক নাম। সেখানেই শ্রীলঙ্কা গড়েছে নতুন ইতিহাস। রেকর্ড গড়া জয়ে তারা শুরু করল আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের যাত্রা।
অসাধারণ সেঞ্চুরিতে সামনে থেকে নেতৃত্ব দিলেন অধিনায়ক দিমুথ করুনারত্নে। নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ জিতেছে স্বাগতিকরা। এগিয়ে গেল ২ ম্যাচের টেস্ট সিরিজে।
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে তিন অঙ্কের রান তাড়া করে এই প্রথম জয় পেল কোনো দল। রান তাড়ার আগের রেকর্ড ছিল মাত্র ৯৯ রান। এজন্য পুরো কৃতিত্বই পাচ্ছেন অধিনায়ক করুনারত্নে। এ তারকা এক প্রান্ত আগলে রেখে অসাধারণ সেঞ্চুরিতেদলকে জিতিয়েছেন।
আগের দিনই পথটা এগিয়ে রেখেছিলেন শ্রীলঙ্কার দুই ওপেনার দিমুথ করুনারত্নে ও লাহিরু থিরিমানে। রোববার ৪ উইকেট হারিয়ে স্বাগতিকরা ২৬৮ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে।
১২২ রানের দারুণ ইনিংসে খেলেছেন লঙ্কান অধিনায়ক করুনারত্নে। লাহিরু থিরিমানেরর সঙ্গে করুনারত্নের উদ্বোধনী জুটি গত পরশুই তুলেছিল ১৩৩ রান। শেষ দিনে তাদের জুটি বিচ্ছিন্ন ১৬১ রানে। জয়ে চতুর্থ ইনিংসে টেস্ট ইতিহাসেরই তৃতীয় সেরা জুটি। উইলিয়াম সমারভিলকে সুইপ করতে গিয়ে বাঁহাতি ব্যাটসম্যান থিরিমানে এলবিডব্লিউ হন ৬৪ রানে।
তিনে নেমে কুসল মেন্ডিস বিদায় নেন একটি করে চার ও ছয় হাঁকিয়ে। নিউজিল্যান্ডকে ম্যাচে ফিরতে দেননি করুনারত্নে। অ্যাঞ্জেলো ম্যাথুজকে নিয়ে দলকে আরও এগিয়ে নেন জয়ের পথে। শেষ তিনি থামেন ৬ চার ও ১ ছয়ে ১২২ রানে। ৫ চারে ১৯ বলে ২৩ রান করে দলকে জয়ের কাছে নিয়ে যান কুসল পেরেরা।
শ্রীলঙ্কা-নিউজিল্যান্ডের মধ্যে দ্বিতীয় ও শেষ টেস্ট বৃহস্পতিবার কলম্বোর পি সারা ওভালে।
সংক্ষিপ্ত স্কোর-
নিউজিল্যান্ড ১ম ইনিংস: ২৪৯/১০
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ২৬৭/১০
নিউজিল্যান্ড ২য় ইনিংস: ২৮৫/১০
শ্রীলঙ্কা ২য় ইনিংস: (লক্ষ্য ২৬৮, আগের দিন ১৩৩/০) ৮৬.১ ওভারে ২৬৮/৪ (করুনারত্নে ১২২, থিরিমান্নে ৬৪, মেন্ডিস ১০, ম্যাথিউস ২৮*, পেরেরা ২৩, ধনাঞ্জয়া ১৪*; বোল্ট ৯.১-১-৩৪-১, সাউদি ১২-২-৩৩-১, সমারভিল ৩১-৬-৭৩-১, এজাজ ১৮-০-৭৪-১, স্যান্টনার ১৩-২-৩৮-০, উইলিয়ামসন ৩-০-৯-০)।
ফল: শ্রীলঙ্কা ৬ উইকেটে জয়ী
সিরিজ: ২ ম্যাচের সিরিজে শ্রীলঙ্কা ১-০তে এগিয়ে
ম্যাচসেরা: দিমুথ করুনারত্নে
Discussion about this post