ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ভারতের ইতিহাসের সেরা তো বটেই বিশ্ব ক্রিকেট ইতিহাসেই তিনি অন্যতম সেরা অধিনায়ক। ক্রিকেটার হিসেবেও নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। সেই মহেন্দ্র সিং ধোনি নিজ দেশের স্বাধীনতা দিবসের রাতে হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই বলেছেন। ৩৯ বছর বয়সী ভারতের সাবেক অধিনায়ক সাবেকদের তালিকায় যুক্ত হলেন।
বিদায়ের পর শ্রদ্ধা-অভিনন্দনের বৃষ্টিতে সিক্ত হচ্ছেন এই কিংবদন্তি। যেখানে আছেন বাংলাদেশের ক্রিকেটাররাও। সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম মাতলেন ধোনি বন্দনায়।
সাকিব তার অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘বিদায় মহেন্দ্র সিং ধোনি। খেলার মাঠে আপনি ছিলেন নিঃসন্দেহে একজন দুর্দান্ত খেলোয়াড় এবং শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। আন্তর্জাতিক ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্স দিয়ে আপনি অনুপ্রাণিত করেছেন লাখো মানুষকে। আপনার সুন্দর ভবিষ্যতের জন্য রইলো শুভ কামনা।’
সাবেক টাইগার ক্যাপ্টেন মুশফিকুর রহিম তার ফেসবুক পেজে লিখেছেন, ‘এই খেলার একজন সত্যিকারের প্রতিভা, জীবন্ত কিংবদন্তি আর একজন চ্যাম্পিয়ন। অসাধারণ ক্যারিয়ারের জন্য অভিনন্দন মাহি ভাই।’
ভারতের সর্বকালের সেরা ক্রিকেটার শচীন টেন্ডুলকার টুইটারে ধোনিকে নিয়ে লিখেছেন, ‘ভারতের ক্রিকেটে তোমার অবদান ভুলবার নয়। একসঙ্গে২০১১ বিশ্বকাপ জেতা আমার ক্যারিয়ারের সেরা মুহূর্ত। তোমাকে আর তোমার পরিবারকে সামনের জীবনের জন্য শুভেচ্ছা।’
সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিসিআই প্রধান সৌরভ গাঙ্গুলিও অভিনন্দন জানালেন মাহিকে। তিনি বলছিলেন, ‘একটি সাফল্যে মোড়ানো যুগের অবসান হলো। দেশ ও বিশ্ব ক্রিকেটে এক মহান খেলোয়াড় ছিল ধোনি। ওয়ানডে ক্রিকেটে ধোনির ব্যাটিং বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল।’
ভারতীয় তারকা ওপেনার রোহিত শর্মাও তার ক্যাপ্টেনের বিদায়ে লিখলেন, ‘ভারতীয় ক্রিকেটের ইতিহাসের অন্যতম প্রভাবশালী ব্যক্তি। ক্রিকেটে তার অবদান অবিস্মরণীয়। দৃষ্টিশক্তি সম্পন্ন ব্যক্তি আর কীভাবে একটি দল তৈরি করবেন তা জানার দক্ষ ছিলেন। নীল জার্সিতে তাকে খুব মিস করবো।’
পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি বলছিলেন, ‘তুমি ভারতীয় ক্রিকেটের অন্যতম কিংবদন্তি আর সেরা অধিনায়ক। অসাধারণ ক্যারিয়ারের জন্য তোমাকে ধন্যবাদ। ভবিষ্যতের জন্য শুভকামনা।’
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন। তবে আসছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলবেন ধোনি। চেন্নাই সুপার কিংসের নেতৃত্বে থাকবেন মাহি। লড়াই শুরু আসছে সেপ্টেম্বরে!
Discussion about this post