জাতীয় ক্রিকেট লিগের (এনসিএলে) ব্যাটসম্যানদের রান উৎসবের একদিন কাটল বুধবার। শুধু সেঞ্চুরিই নয়, রীতিমতো তিনটি ডাবল সেঞ্চুরি হল। ষষ্ঠ রাউন্ডে ঢাকা বিভাগের হয়ে ক্যারিয়ারের প্রথম দ্বিশতক পূর্ণ করেন যুব দলের অধিনায়ক সাইফ হাসান। তার সতীর্থ তাইবুর রহমানও পেয়ে গেছেন ডাবল সেঞ্চুরি। তবে চমক হয়ে এসেছে অলক কাপালির শতরান। সিলেটের হয়ে তার ব্যাট থেকে এসেছে দুর্দান্ত এক ডাবল সেঞ্চুরি।
বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এনসিএলের দ্বিতীয় স্তরের ম্যাচে কাপলি ক্যারিয়ারে ১৯তম সেঞ্চুরি তুলে নেন। সিলেটের অধিনায়ক শতরান করতে খেলেন ২০৪ বল। পরের শতক তুলতে খেলেন মাত্র ৬২ বল! ২৬৬ বলে দ্বি-শতক। যাতে ছিল ১২টি চার, ১০টি ছক্কা। এটি ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি জাতীয় দলের সাবেক এই তারকা ক্রিকেটারের।
সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে প্রথম স্তরের ম্যাচে বরিশাল বিভাগ খেলছে ঢাকা বিভাগের সঙ্গে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক সাইফ হাসান দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি তুলে নিয়েছিলেন আগের দিনই। বুধবার থামলেন ২০৪ রানে। ৪১০ বলের ইনিংসটি খেলেন। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি।
ঢাকার তাইবুর রহমান ৭০ রানে দ্বিতীয় দিন শুরু করেন। শেষ পর্যন্ত ২৪২ রানে থামেন তিনি।
Discussion about this post