ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ফের এশিয়ায় ফিরছে বিশ্বকাপ। ২০২২ সালে বিশ্ব ফুটবলের সেরার লড়াই যে কাতারে বসবে সেটা তো সবারই জানা। এবার এই গ্রেটেষ্ট শোর সূচি প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। বিশ্বকাপের ২২তম আসর শুরু হবে ২০২২ সালের ২১ নভেম্বর।
উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হবে ৬০ হাজার দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন আল বাইত স্টেডিয়ামে। মধ্যপ্রচ্যের দেশে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৮ ডিসেম্বর। ৮০ হাজার দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন লুসাইল স্টেডিয়ামে জমবে শিরোপার লড়াই।
বুধবার আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের সূচি প্রকাশ করলো ফিফা। কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে প্রতিদিন অনুষ্ঠিত হবে চারটি করে ম্যাচ।
সব মিলিয়ে প্রতিদিন ১১ ঘণ্টার মধ্যে অনুষ্ঠিত হবে চারটি ম্যাচ। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে প্রথম ম্যাচ। পরের তিনটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টা, রাত ৯টা ও রাত ১টায়। পাঁচটি শহরে আট স্টেডিয়ামে হবে টুর্নামেন্টের ৬৪ ম্যাচ।
৩২ দেশের টুর্নামেন্টের প্রথম রাউন্ড শেষ হতে সময় লাগবে ১২ দিনে।
শেষ ১৬ দলের ম্যাচ ও কোয়ার্টার ফাইনাল পর্বে প্রতিদিন দুটি করে ম্যাচ হবে। ম্যাচগুলো শুরু বাংলাদেশ সময় রাত ৯টায় ও রাত ১টায়। ১৩ ও ১৪ ডিসেম্বর হবে দুটি সেমি-ফাইনাল। শুরু হবে রাত ১টায়।
২০২০ সালের শেষ দিকে টিকিট বিক্রি শুরু করবে ফিফা। ভেন্যু কাছাকাছি হওয়ায় একদিনে দুইটি ম্যাচও দেখতে পারবেন দর্শকরা। এক স্টেডিয়াম থেকে আরেক স্টেডিয়ামে যেতে এক ঘণ্টারও কম সময় লাগবে। স্টেডিয়ামে আসা-যাওয়ার জন্য চালু থাকবে মেট্রো।
এবার নিয়ে দ্বিতীয়বারের মতো ফুটবল বিশ্বকাপের আয়োজক হচ্ছে এশিয়ার কোনো দেশ। ২০০২ সালে জাপান ও দক্ষিণ কোরিয়ায় বসেছিল বিশ্বকাপ।
Discussion about this post