গোটা বছরটাতেই ব্যস্ত সূচি অপেক্ষা করছে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য। নিউজিল্যান্ড সফর শেষ করেই ভারতে টাইগাররা খেলল এক টেস্টের সিরিজ। এখন ছুটির আমেজ। এ মাসের শেষ দিন হয়তো দল উড়াল দেবে শ্রীলঙ্কায়। সেখানে পূর্ণাঙ্গ এক সিরিজ। এই সফরটা নানা কারণে গুুরত্বপূর্ণ বাংলাদেশের কাছে। এই দ্বীপ রাস্ট্রেই মুশফিকুর রহীমরা খেলবেন শততম টেস্ট।
১৬ বছরেরও বেশি সময় ধরে টেস্টের অভিজাত ভূবনে আছে বাংলাদেশ। অভিষেক সেই ২০০০ সালে। এতোদিন পর এসে শততম টেস্টের মাইলফলকে পা রাখছে দল। ১৫ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোর পি’সারা স্টেডিয়ামে সাকিব আল হাসান-তামিম ইকবালরা মাঠৈ নামতেই হবে সেই ‘সেঞ্চুরি।’
সফরে ২টি টেস্ট, তিনটি ওয়ানডে ও ৩টি টি-টুয়েন্টি খেলতে আগামী ২৭ কিংবা ২৮ ফেব্রুয়ারি দেশ ছাড়বে বাংলাদেশ। তারপর গলে ৭ মার্চ প্রথম টেস্টের আগে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। সফরের জন্য বাংলাদেশ দল ২০ ফেব্রুয়ারি ঘোষণা করা হতে পারে।
বাংলাদেশের শ্রীলঙ্কা সফর সূচি
২-৩ মার্চ – দুদিনের প্রস্তুতি ম্যাচ, মোরাতুয়া ক্রিকেট স্টেডিয়াম।
২ ম্যাচের টেস্ট সিরিজ :
৭-১১ মার্চ – প্রথম টেস্ট, গল ইন্টারন্যাশনাল স্টেডিয়াম।
১৫-১৯ মার্চ – দ্বিতীয় টেস্ট ম্যাচ, কলম্বো পি সারা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম।
একদিনের প্রস্তুতি ম্যাচ :-
২২ মার্চ : কলম্বো
৩ ম্যাচ ওয়ানডে সিরিজ :-
২৫ মার্চ – প্রথম ওয়ানডে, রাংগিরি ডাম্বুলা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম (ডে-নাইট)।
২৮ মার্চ – দ্বিতীয় ওয়ানডে, রাংগিরি ডাম্বুলা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম (ডে-নাইট)।
১ এপ্রিল – তৃতীয় ওয়ানডে ম্যাচ, কলম্বো সিংহালিজ স্পোর্টস ক্লাব।
দুই ম্যাচ টি-টুয়েন্টি সিরিজ :-
৪ এপ্রিল – প্রথম টি-টুয়েন্টি, কলম্বো, প্রেমাদাসা স্টেডিয়াম।
৬ এপ্রিল – দ্বিতীয় টি-টুয়েন্টি, কলম্বো, প্রেমাদাসা স্টেডিয়াম।
Discussion about this post