ডাম্বুলায় কঠিন চ্যালেঞ্জের মুখে ছিল বাংলাদেশ। যেখানে টাইগারদের বিপক্ষে শ্রীলঙ্কা তুলেছিল ৩১১ রান। কিন্তু সেই ম্যাচটা গেছে বৃষ্টির পেটে! পরিত্যক্ত ঘোষণা করা হয় ম্যাচটি। তাতেই নিশ্চিত হয়ে যায় এই সিরিজটি হারছেন না মাশরাফি বিন মর্তুজারা। তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজে এরইমধ্যে ১-০তে এগিয়ে আছে তারা।
এ অবস্থায় বাংলাদেশের সামনে সিরিজ জয়ের সুযোগ। আর শ্রীলঙ্কা লড়বে সিরিজ ড্রয়ের জন্য। সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে ১ এপ্রিল অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে ম্যাচ। তার আগে বুধবারই ম্যাচটি খেলতে ভেন্যু শহরে পৌঁছেে গেছে দল।
বাংলাদেশ দল প্লেনে না চড়ে বাস যোগে গেছে কলম্বোতে। সাড়ে তিন ঘন্টার যাত্রা শেষে দুপুর সোয়া দুইটার দিকে কলম্বোতে পৌঁছে যায় গোটা দল। তার আগেই অবশ্য ক্যাপ্টেন মাশরাফি জানালেন, শেষ ম্যাচটিতেও নিজেদের সেরাটা দিয়ে লড়বেন তারা। ডাম্বুলায় তাসকিন আহমেদের হ্যাটট্রিক আত্মবিশ্বাসী করে তুলেছে সবাইকে। এমন কী স্বাগতিকদের তিনশ ছাড়ানো স্কোর দেখেও কেউ ভয় পায়নি। জয়ের জন্য মরিয়া ছিলেন সবাই। কেননা, আগের ম্যাচেই যে এই উইকেটে তিনশ ছাড়িয়ে গিয়েছিলেন তামিম ইকবালরা।
সিরিজ জয়ের সুযোগটা তারা কিছুতেই হারাতে চাইছেন না। এর আগে টেস্ট সিরিজও অবশ্য ড্র করে বাংলাদেশ। ওয়ানডে সিরিজ শেষে লঙ্কানদের সঙ্গে টি-টুয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে মাশরাফির দল।
Discussion about this post