ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সম্প্রতি ক্রিকেটারদের অনুশীলনে থাকা এক ট্রেনার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। অন্য এক সাপোর্ট স্টাফের করোনা উপসর্গ দেখা দিয়েছে। সে কারণেই মুশফিকদের নিরাপদে রাখতে সতর্কতা হিসেবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আপাতত তিনদিন অনুশীলন স্থগিত রাখা হয়েছে। ঠিক এমন এক পরিস্থিতিতে করোনা সামাল দিতে দুই বিশেষজ্ঞের সাহায্য নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাদের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। আরেকজন ইংল্যান্ডের শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের। এর মধ্যে জাতীয় দল ও হাই পারফরম্যান্স দলের এক ঝাঁক ক্রিকেটারদের সঙ্গে অনলাইন সভাও করেছেন এই দুই বিশেষজ্ঞ। ব্যাপারটি সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন বিসিবি চিকিৎসক দেবাশিস চৌধুরী।
দুই বিশেষজ্ঞের ব্যাপারে দেবাশিস বলেন, ‘একটা সূত্রে আমরা উনাদের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। উনাদেরকে আমরা এখানে নিয়ে এসেছি। আমাদের সব বিষয় দেখিয়েছি। ক্রিকেটারদের সঙ্গে কথা বলিয়ে দিলাম। আমরা উনাদের বিশেষজ্ঞসুলভ জ্ঞান নিচ্ছি, সাহায্য নিচ্ছি।’
দুই বিশেষজ্ঞ মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম পরিদর্শন করবেন শনিবার। বাংলাদেশ দল শ্রীলঙ্কা সফরে যাওয়া পর্যন্ত বিসিবিকে পরামর্শ দিয়ে সাহায্য করবেন এই দুই কোভিড-১৯ বিশেষজ্ঞ। এ নিয়ে দেবাশিস বলেন ‘ক্রিকেটারদের সঙ্গে একটা সেশন করেছেন তাঁরা। কাল আবার আসবেন, মাঠ দেখবেন। আমরা চেষ্টা করব তাঁদের সাহায্য নেওয়ার জন্য। শ্রীলঙ্কা সিরিজে যাওয়ার আগ পর্যন্ত উনাদের সাহায্য নেব।’
আগামী ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। একই সময়ে বিসিবি হাই পারফরম্যান্স দলের শ্রীলঙ্কা সিরিজ থাকায় জাতীয় দল ও হাই পারফরম্যান্স দল একই বিমানে শ্রীলঙ্কা যাবে। তার আগে ১৮ সেপ্টেম্বর ক্রিকেটারদের করোনা পরীক্ষা করা হবে। ২০ সেপ্টেম্বর বাংলাদেশ দলের ক্রিকেটাররা হোটেলে ওঠার কথা। সিরিজের প্রস্তুতি ক্যাম্প শুরু হবে পরদিনই।
শ্রীলঙ্কা পৌঁছানোর পর বিশ্রামেই থাকবেন ক্রিকেটাররা। তবে ৪ অক্টোবর কলম্বোতে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে পারে টিম টাইগার্স। ১০ অক্টোবর আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলে প্রথম টেস্টের ভেন্যুতে ক্যান্ডিতে যাবে বাংলাদেশ দল। জাতীয় দলের প্রস্তুতি ম্যাচ গুলো হবে বিসিবি হাই পারফরম্যান্স দলের বিপক্ষে। শ্রীলঙ্কা-বাংলাদেশ সিরিজের প্রথম টেস্ট ২৩ অক্টোবর। ৩১ অক্টোবর হবে তিন টেস্টের সিরিজের দ্বিতীয়টি। আর ৮ নভেম্বর হওয়ার কথা সিরিজের শেষ টেস্ট।
Discussion about this post