ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
অনেকদিন ধরেই ঝুলে রয়েছে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর। তবে এ বছরের জুনে অজিরা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে ঢাকায় আসতে রাজি হয়েছিল। এজন্য দুই বোর্ড সূচিও প্রকাশ করেছিল। বলতে গেছে সবকিছুই ঠিক ছিল। কিন্তু মরণ ব্যাধি করোনাভাইরাস হঠাৎ করেই সব এলোমেলো করে দিল। মানে এ বছরের জুনে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের আসা হচ্ছে না বাংলাদেশে। করোনার কালো থাবায় এ সিরিজ আপাতত হয়ে গেল স্থগিত। বৃহস্পতিবার ব্যাপারটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে বিসিবি।
এরআগে করোনার কারণে বাংলাদেশ দলের পাকিস্তান ও আয়ারল্যান্ড সফর স্থগিত হয়ে যায়। তবে আগামী জুনে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার আশা করেছিল টাইগাররা। কিন্তু করোনা তাদের সে আশা শেষ করে দিল।
সূচি অনুযাযী জুনের প্রথম সপ্তাহে বাংলাদেশে আসার কথা ছিল অস্ট্রেলিয়ার। ১১ জুন চট্টগ্রামে শুরু হওয়ার কথা ছিল দুই টেস্টের প্রথমটি। ঢাকা টেস্ট শুরু হওয়ার কথা ছিল ১৯ জুন। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবেই টেস্ট দুটি খেলার কথা ছিল দুই দলের। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে জুনের সিরিজটা স্থগিত করতে বাধ্যই হয়েছে আয়োজক বিসিবি। এ ব্যাপারে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী বলেছেন, ‘এটা খেলোয়াড়, সমর্থক ও দুই দলের জন্যই হতাশার। কোভিড-১৯ মহামারি রূপ নেওয়ায় এখন যে বৈশ্বিক পরিস্থিতি এবং স্বাস্থ্যগত ঝুঁকি তৈরি হয়েছে, সেটি বিবেচনায় নিয়ে বিসিবি ও সিএ (ক্রিকেট অস্ট্রেলিয়া) ঐকমত্যে পৌঁছেছে যে এটাই এখন সবচেয়ে সুবুদ্ধিপূর্ণ ও বাস্তবসম্মত সিদ্ধান্ত। আশা করি শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে। আমরা আশা করি, নিকট ভবিষ্যতে সুবিধাজনক সময়ে সিরিজটা আয়োজন করতে পারব। অস্ট্রেলিয়া বোর্ড আগেও আমাদের সহযোগিতা করেছে। ভবিষ্যতেও সিএর সঙ্গে কাজ করে যাবে বিসিবি।’
আগামী জুনে বাংলাদেশ সফরে না আসা নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কেভিন রবার্টস বৃহস্পতিবার বলেছেন, ‘আমরা জানি বৈশ্বিক ক্রিকেটের ক্যালেন্ডারটা খুব ব্যস্ত। আমরা সবই করার চেষ্টা করব যাতে বাংলাদেশকে দেওয়া প্রতিশ্রুতিকে সম্মান জানানো হয়।আলোচনার ভিত্তিতে একটি তারিখ ঠিক করে সে অনুযায়ী কাজ করব।’
করোনার কালো থাবায় আপাতত অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর স্থগিত হয়ে গেলেও আশা ছাড়ছেন না বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। তিনি বৃহস্পতিবার জানিয়েছেন এ দুই সিরিজ আগামী বছরের মার্চ-এপ্রিলে হতে পারে।
Discussion about this post