ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে ক্রিকেটারদের একাধিকবার করোনা টেস্ট করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবারই তারই প্রথম ধাপ শুরু হয়েছে। ক্রিকেটারদের বাসায় গিয়ে এদিন করোনা টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।
সোমবার বিসিবির চিকিৎসক দল গেলো তারকা ক্রিকেটার মুশফিকুর রহিমের বাসায়, সকালেই হাজির হন তারা। তারা সংগ্রহ করেন সাবেক এই অধিনায়কের করোনা পরীক্ষার নমুনা। কোভিড-১৯ এর পিসিআর ও আরটি টেস্ট করার জন্য স্যাম্পল দেয়ার সময়ের ছবিও তুলে রাখেন মুশফিক। সেই ছবিই পরে এ ডানহাতি দেন ফেসবুকে। ক্যাপশনে লেখেন, ‘New experience, Pray for us.’ যার অর্থ- নতুন অভিজ্ঞতা। আমাদের জন্য দোয়া করুন!
বিসিবি অবশ্য আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ক্রিকেটারদের করোনা টেস্ট করতে চেয়েছিল। কিন্তু ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলনে তিনজন সাপোর্টিং স্টাফ করোনায় আক্রান্ত হতেই সিদ্ধান্ত পাল্টে যায়। ১১ দিন এগিয়ে শুরু হলো ক্রিকেটারদের করোনা টেস্ট। এ অবস্থায় জাতীয় দলের ক্রিকেটারদের বাসায় গিয়ে সংগ্রহ করা হবে করোনা টেস্টের স্যাম্পল।
শ্রীলঙ্কার বিপক্ষে ৩ টেস্টের সিরিজ খেলতে আগামী ২৭ সেপ্টেম্বর দেশ ছাড়বেন মুশফিক-মুমিনুলরা। তার আগে তাদের করোনা টেস্ট হবে ৩ বার। এরমধ্যে যাদের রিপোর্ট পজেটিভ আসবে তারা বিসিবির তত্বাবধানে আইসোলশনে থাকবেন। সব মিলিয়ে একজন ক্রিকেটারের চারবারও করোনা পরীক্ষা হতে পারে। একইসঙ্গে শ্রীলঙ্কায় পা রেখেও মানতে হবে স্বাস্থ্যবিধি।
Discussion about this post