ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দিন দুয়েক আগেই করোনাভাইরাসের টিকা নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। এবার জাতীয় দলের ক্রিকেটাররাও পাচ্ছেন প্রাণঘাতি এই ভাইরাসের ভ্যাকসিন। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন জানিয়ে দিলেন বৃহস্পতিবারই টিকা পাচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা।
নিউজিল্যান্ডগামী ক্রিকেটাররা শুরুতে পাবেন টিকা। যদিও জোর গুঞ্জন দলের কয়েকজন ক্রিকেটার টিকা নিতে আগ্রহী না। অবশ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান এরইমধ্যে জানিয়েছেন, টিকা নিতে বাধ্য করা হবে না কাউকে।
সে কথা মাথা রেখে বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন জানান, ‘আপাতত নিউজিল্যান্ডগামী ক্রিকেটারদের জন্য টিকার ব্যবস্থা করেছি। বাকিদের টিকার জন্যও তালিকা তৈরি করা হবে। সেটি সরকারের কাছে পাঠাবো আমরা। তাদের নির্দেশনা মেনেই বাকি ক্রিকেটারদের টিকা দেওয়া হবে।’
সফরে থাকছেন না সাকিব আল হাসান। ব্যক্তিগত কারণে নিজেকে সরিয়ে রেখেছেন তিনি। সব ঠিক থাকলে নিউজিল্যান্ড সফরে ২৪ ফেব্রুয়ারি দেশ ছাড়বে। তার আগেই টিকাদান কর্মসূচির প্রথম পর্ব শেষ করতে আগ্রহী বিসিবি। শুধুমাত্র আগ্রহীদেরই দেয়া হবে করোনার প্রতিষেধক।
২০ মার্চ প্রথম ওয়ানডেতে স্বাগতিক নিউজিল্যান্ডের সঙ্গে লড়বে বাংলাদেশ। এরপর ২৩ ও ২৬ মার্চ ক্রাইস্টচার্চ ও ওয়েলিংটনে সিরিজের দুই ম্যাচে লড়বে টাইগাররা। এরপরই ২৮ মার্চ সিরিজের প্রথম টি-টুয়েন্টি হ্যামিল্টনে। নেপিয়ার ও অকল্যান্ডে ৩০ মার্চ ও ১ এপ্রিল সিরিজের শেষ দুটো টি-টুয়েন্টি ম্যাচ খেলতে নামবে টাইগাররা।
দল সাফল্য পায়নি। তবে তারা নিজেরা সফল। তার পথ ধরেই আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের তিন ক্রিকেটারের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টে ব্যক্তিগত পারফরম্যান্সের পুরস্কার পেলেনন তামিম ইকবাল, লিটন দাস ও তাইজুল ইসলাম।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শেষ টেস্ট ও ভারত-ইংল্যান্ডের দ্বিতীয় টেস্ট শেষে বুধবার টেস্ট র্যাঙ্কিং প্রকাশ করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তামিম ঢাকা টেস্টে খেলেন ৪৪ ও ৫০ রানের ইনিংস। তার পথ ধরে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ৫ ধাপ এগিয়ে তিনি আছেন ৩২তম স্থানে।
লিটন দাস চট্টগ্রাম টেস্টের পর ঢাকা টেস্টেও করলেন ফিফটি। প্রথম ইনিংসে ৭১, দ্বিতীয় ইনিংসে ২২ রান। তিনি র্যাঙ্কিংয়ে ১১ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৫০৭ রেটিং পয়েন্ট নিয়ে রয়েছেন ৫৪ নম্বরে। তবে মুশফিকুর রহিম এক ধাপ নেমে আছেন ২৩তম স্থানে। মমিনুল হক ৩৩ থেকে৩৬ নম্বরে।
উইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টে ৮ উইকেট নিয়েছেন তাইজুল। বোলারদের র্যাঙ্কিংয়ে ৫ ধাপ এগিয়ে তিনি ২২ নম্বরে।
ব্যাটসম্যানদের মধ্যে চেন্নাইয়ে দ্বিতীয় টেস্টে ১৬১ রানের ইনিংসে রোহিত শর্মা ৯ ধাপ এগিয়ে রয়েছেন ১৪ নম্বরে।
Discussion about this post