ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনাভাইরাসের কারণে একে একে বন্ধ হয়ে যাচ্ছে আন্তর্জাতিক খেলাধুলা। যার ছোঁয়া লেগেছে বাংলাদেশেও। তাইতো মঙ্গলবার থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশের সব ধরণের খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে সব ফেডারেশনকে নিয়ে সভায় বসেছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। সেখানেই তিনি জানিয়েছেন, আপাতত দেশের সব খেলাধুলা বন্ধ থাকবে,‘করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতিতে স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ মন্ত্রীসভার বৈঠকে একজন মন্ত্রী বিষয়টি উত্থাপন করেছিলেন ক্রিকেট, ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, তখন প্রধানমন্ত্রী বলেছেন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তাই আপনাদের উদ্দেশ্যে বলছি আগামী ৩১ মার্চ পর্যন্ত সকল ঘরোয়া খেলা আপাতত বন্ধ রাখবেন। এছাড়া আন্তর্জাতিক কোনো ইভেন্ট যদি থাকে সেটিও এপ্রিলের পরে করার অনুরোধ করবো।’
সরকারের সিদ্ধান্ত মোতাবেক সাত ভেন্যুতে চলমান প্রিমিয়ার ফুটবল লিগ, ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগও বন্ধ হয়ে যাবে। সভা শেষে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর জানান, মন্ত্রী বিশ্বের বিরাজমান পরিস্থিতির কারণে সব খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তবে তিনি কোনো তারিখ উল্লেখ করেননি। আপাতত সব খেলা তাই বন্ধ থাকবে।
এরআগে অবশ্য ঘরোয়া ফুটবল লিগ চালু রাখার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ক্লাবগুলো সম্মতি দেওয়ায় সাত ভেন্যুতেই চলছে খেলা। আর ১৯ মার্চ থেকে নতুন সূচি অনুসারে প্রিমিয়ার লিগের খেলা চলার কথা ছিল।
সোমবার এক বিবৃতিতে বিসিবি জানায় আপাতত স্থগিত ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ড। তারা জানায়, ‘সূচি অনুযায়ী ১৮ ও ১৯ মার্চ হতে যাওয়া ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ড স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।’
সোমবার ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতে স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। মন্ত্রীসভার বৈঠকে একজন মন্ত্রী বিষয়টি উত্থাপন করেছিলেন ক্রিকেট, ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, তখন প্রধানমন্ত্রী বলেছেন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তাই আপনাদের উদ্দেশ্যে বলছি আগামী ৩১ মার্চ পর্যন্ত সব ঘরোয়া খেলা বন্ধ রাখবেন। এছাড়া আন্তর্জাতিক কোনও ইভেন্ট যদি থাকে সেটিও এপ্রিলের পরে করার অনুরোধ করব।’
ঘরোয়া ফুটবল অঙ্গনেও পড়ল প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাব। ঢাকা প্রিমিয়ার লিগ, মেয়েদের ফুটবল লিগ আর জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপসহ ফুটবলের সব ধরনের কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
সোমবার বিবৃতিতে বলা হয়- ১৩টি ক্লাব ফুটবল দলের অংশগ্রহণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০১৯-২০, মহিলা ফুটবল লিগ ২০১৯-২০, জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০১৯-২০ এর খেলাসহ ফুটবলের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।
Discussion about this post