ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
টানা ২৪ দিন অপেক্ষার পর মঙ্গলবার মাশরাফি বিন মর্তুজা পান করোনা নেগেটিভের খবর। তাতে এ তারকার মনে ফিরেছে স্বস্তি। তবে তিনি এখনও পুরোপুরি সুস্থ নন। বিছানা থেকে উঠে দাঁড়াতে কষ্ট হচ্ছে, দৃষ্টিও পরিষ্কার নয় তার। এদিকে আবার ওজনও এ ডানহাতি পেসারের ছয় কেজি। যা অবস্থা তাতে এ তারকার স্বাভাবিক জীবনে ফিরতে সময় লাগবে আরও কিছুদিন।
করোনা যাদের কঠিন পরীক্ষা নিচ্ছে, তাদের অবশ্য পার্শ্বপ্রতিক্রিয়া কাটিয়ে উঠতে কিছুটা সময় লাগছেই। মাশরাফির ক্ষেত্রেও আপাতত সেটাই হচ্ছে। এজন্য তার কষ্ট হচ্ছে না। কিন্তু দুই সন্তানকে কাছে রাখতে না পারার কষ্টটা ঠিক ছুঁয়ে যাচ্ছে নড়াইল এক্সপ্রেসকে। তাই তিনি বলেছেন, ‘ওদের ছাড়া এভাবে থাকা হয় না। মানসিকভাবে খুব এলোমেলো লেগেছে। আমার চেয়ে অবশ্য আমার স্ত্রীরই বেশি কষ্ট হয়েছে।’
গত তিন সপ্তাহে ছয় কেজি বাড়লেও চিন্তা করছেন না মাশরাফি, ‘বিভিন্ন ফলের রস আর তিন বেলা ভাত খেয়েছি তো, ওজন বেড়েছে। খাবারের স্বাদ ছিল না মুখে, ওষুধের কারণে হয়তো রুচিটা ছিল।’
নিজে করোনা থেকে মুক্ত হলেও চিন্তা স্ত্রী সুমনা হককে নিয়ে। তিনি এখনো পজিটিভ। তবে স্বস্তির খবর, মাশরাফির চেয়ে তুলনামূলকভাবে কম ভুগতে হচ্ছে তাকে। অনেকটাই সুস্থ আছেন মিসেস মাশরাফি।
একইভাবে করোনা আক্রান্ত হয়েছেন মাশরাফির ছোট ভাই মোরসালিন মর্তুজাও। তিনি এরইমধ্যে নেগেটিভ হয়েছেন।
Discussion about this post