ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
তিনি নিজেই বছর খানেক ধরে কঠিন সময় পার করছেন তিনি। গত বছর মস্তিষ্কের টিউমারে আক্রান্ত হয়েছিলেন মোশাররফ রুবেল। এরপর মনোবল শক্ত রেখে লড়ে গেছেন। সিঙ্গাপুরের একটি হাসপাতালে সফল অস্ত্রোপচারের পর এখন সুস্থ দেশের জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার। ক্রিকেটে ফিরতে না পারলেও ফিটনেস ফেরাতে লড়ছেন তিনি।
ঠিক এমন সময়ে ফের দুঃসংবাদ। এবার করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা গেলেন মোশাররফ রুবেলের বাবা মহিউদ্দীন খন্দকার। রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
গত ৩ আগস্ট থেকেই মোশাররফ রুবেলের বাবা চিকিৎসা নিচ্ছিলেন রাজধানী ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)। করোনার সঙ্গে লড়ছিলেন তিনি। কিন্তু প্রাণঘাতি এই ভাইরাসের সঙ্গে লড়ে জিততে পারলেন না মহিউদ্দিন খন্দকার। বুধবার চলে গেলেন না ফেরার দেশে।
জাতীয় দলের সাবেক ক্রিকেটার হয়ে পাঁচ ওয়ানডে খেলা বাঁহাতি স্পিনার নিজেও করোনায় আক্রান্ত হয়েছিলেন। হাসপাতালে বাবার দেখাশোনা করতে গিয়ে কোভিড -১৯ পজেটিভ হন জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার। পাঁচটি আন্তর্জাতিক ওয়ানডে খেলা বাঁহাতি স্পিনার নিজে অবশ্য অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। কিন্তু এরইমধ্যে ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার পেলেন বাবার মৃত্যু সংবাদ।
মোশাররফ রুবেলের বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।
Discussion about this post