ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ভারতের নয়ডায় কোভিড প্রটোকল মেনেই আগামী মার্চ-এপ্রিলে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ও আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ। কিন্তু করোনার সংক্রমণ বাড়তে থাকায় এ সিরিজ স্থগিত করা হয়েছে। ব্যাপারটি নিশ্চিত করেছে, বিসিবির গেম ডেভেলপমেন্টের ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কাওসার।
ভারতে অনুষ্ঠিতব্য চার দিনের একমাত্র ম্যাচ শুরু হওয়ার কথা ২১ মার্চ। এক দিনের সিরিজে ছিল পাঁচটি ম্যাচ, যেগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২৭, ২৯ ও ৩১ মার্চ এবং ২ ও ৪ এপ্রিল।
বাংলাদেশ-আফগানিস্তান যুবাদের মধ্যেকার সিরিজ স্থগিতের ব্যাপারে আবু ইমাম মোহাম্মদ কাওসার বলেন, ‘আফগানিস্তান সিরিজের সূচি বর্তমান পরিস্থিতির কারণে আবারো করতে হবে। কবে করা হবে এবং কতদিনের সফর হবে এটা পরবর্তীতে জানিয়ে দিব।’
২০২০ সালে দক্ষিণ আফ্রিকার মাঠে অনূর্ধ্ব-১৯ দল বাংলাদেশকে জিতিয়েছিল বিশ্বকাপ। তবে সেই অবিস্মরণীয় সাফল্যের পর অনূর্ধ্ব-১৯ দল আর কোনো ম্যাচ খেলার সুযোগ পায়নি। তাই এবার নতুন উদ্যেমে নতুন করে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছিলো যুবারা। কিন্তু করোনা তাদের ফের থমকে দিল।
Discussion about this post