ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনাভাইরাস মোকাবিলায় যে যার জায়গা থেকে যতটা পারছেন সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। সে ধারাবাহিকতায় কয়েকদিন আগেই দুস্থ মানুষের সহায়তায় বিসিবির কেন্দ্রীয় চুক্তি ও সাম্প্রতিক সময়ে বিভিন্ন সিরিজ খেলা বাংলাদেশের ২৭ জন ক্রিকেটার। এক মাসের বেতনের অর্ধেকটা দান করেছেন তারা। একইভাবেই অর্ধেক মাসের বেতন দান করেছেন প্রথম শ্রেণির ৯১ ক্রিকেটার। এবার করোনা রুখতে এগিয়ে এলেন বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা।
মরণ ব্যাধি করোনা মোকাবিলায় তহবিল গঠন করছেন আকবর আলী, মাহমুদুল হাসান জয়, পারভেজ হোসেন ইমনরা। তহবিল গঠনের বিষয়টি সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন বিশ্বজয়ী দলের সদস্য অভিষেক দাস।
আগামী কয়েকদিনে এই তহবিল সম্পূর্ণ হয়ে গেলে মোট অর্থ বিসিবিতে জমা দেওয়া হতে পারে বলে জানিয়েছেন অভিষেক। এ ব্যাপারে অভিষেক দাস বলেন, ‘আমরা একটা উদ্যোগ নিয়েছি। সামর্থ্য অনুযায়ী আমরা দান করব সবাই। কয়েক দিনের মধ্যে এটা হয়ে গেলে বিসিবিতেও জমা দেওয়া হতে পারে। তবে এটা নিশ্চিত নয় এখনও। এ ব্যাপারে সিদ্ধান্ত হয়নি।’
তহবিল গঠনের ব্যাপারে আকবর আলী বলেন, ‘এটা এখনও প্রাথমিক পর্যায়ে আছে। এটা এখনও কিছু ঠিক হয়নি। হয়তো দুই-একদিনের মধ্যে হয়ে যাবে। এটা তত্ত্বাবধান করছেন আমাদের কাওসার স্যার (যুব দলের ম্যানেজার)। আমরা ১৬ জন ক্রিকেটার এবং আট জন কর্মকর্তা এই তহবিলে টাকা দেব। যার যেমন সামর্থ্য সেই অনুসারে সবাই টাকা দেবেন। ধরাবাধা কোনো পরিমাণ নেই।’
Discussion about this post