ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
২২ গজে বল-ব্যাট হাতে রীতিমতো ঝড় তুলে একাধিকবার প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছেন শহীদ আফ্রিদি। তাই ভক্তদের তার ওপর বিশ্বাস ছিল এবার করোনাভাইরাসকে পরাজিত করবেন এ তারকা। সেটাই করতে পেরেছেন পাকিস্তানের সাবেক এ অধিনায়ক। বৃহস্পতিবার প্রকাশ্যে এসে ভক্তদের জানালেন যে, তিনি দ্রুতই সুস্থ হয়ে উঠছেন।
করোনাভাইরাসের প্রার্দুভাবের একবারে শুরু থেকেই নিজের নামে গড়া ফাউন্ডেশন ‘শহীদ আফ্রিদি ফাউন্ডেশন’র মাধ্যমে করোনায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে ছুটে বেড়িয়েছেন আফ্রিদি। এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘গত কয়েকদিন ধরেই আমার স্বাস্থ্য সংক্রান্ত অনেক গুজব ছড়িয়ে পড়া দেখে আমি এই ভিডিও বানানোর সিদ্ধান্ত নিয়েছি। প্রথম ২-৩ দিন সত্যিই কঠিন ছিল কিন্তু গত কয়েকদিন ধরে অবস্থার উন্নতি হচ্ছে। এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। আপিনি নিজে যদি এই রোগের বিরুদ্ধে লড়াই না করেন, তাহলে এটাকে হারাতে পারবেন না। দিনগুলো আমার জন্য সত্যিই কঠিন।’
আফ্রিদি আরও বলেন, ‘গত ৮-৯ দিন যাবত আমার সবচেয়ে বড় কষ্ট হচ্ছে, নিজের সন্তানদের কাছে যেতে পারি না, তাদের আদর করতে পারি না, জড়িয়ে ধরতে পারি না। আমি আমার সন্তানদের খুব মিস মরছি। কিন্তু নিজেকে এবং বাকি সবাইকে করোনামুক্ত রাখতে এছাড়া কোনো উপায় নেই। যেহেতু আমি দাতব্য কাজে সম্পৃক্ত ছিলাম, ফলে আক্রান্ত যে হব তা আগে থেকেই জানতাম। সৌভাগ্যবশত আমি আগে আক্রান্ত হইনি, কারণ শুরুতে এমন হলে আমি হয়তো মানুষকে প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সহায়তা করতে পারতাম না।’
এরআগে আফ্রিদি নিজেই নিজের করোনা আক্রান্তের খবর ভক্তদের জানিয়েছিলেন। সঙ্গে সঙ্গে সবার কাছে দোয়াও চেয়েছিলেন।
Discussion about this post