ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে খেলা নিয়ে অনিশ্চয়তা কাটল। মাহমুদউল্লাহ রিয়াদের পর এবার করোনা মুক্ত হলেন মুমিনুল হকও। জাতীয় দলের টেস্ট অধিনায়ক করোনা নেগেটি।। বৃহস্পতিবার রাতে দ্বিতীয়বারের মতো করোনা টেস্টের রেজাল্ট পেলেন। যেখানে নেগেটিভ এসেছে এই অভিজ্ঞ ক্রিকেটারের।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলতে কোন সমস্যাই থাকল না মুমিনুলের। সহসাই অনুশীলনেও যোগ দেবেন তিনি। ২৪ নভেম্বর শুরু হতে যাওয়া ২০ ওভারের এই লড়াইয়ে গাজী গ্রুপ চট্টগ্রামের হয়ে খেলবেন মুমিনুল।
নিজেদের প্রথম ম্যাচে ২৬ নভেম্বর খেলতে নামবে মুমিনুলের দল গাজী গ্রুপ চট্টগ্রাম। প্রতিপক্ষ বেক্সিমকো ঢাকা।
এইতো গত ১০ নভেম্বর করোনা আক্রান্ত হওয়ার দুঃসংবাদ পান মুমিনুল ও তার স্ত্রী। এরপর থেকেই বাসাতে আইসোলেশনেই ছিলেন দু’জন। শারীরিক জটিলতা তেমন ছিল না। এ কারণেই বাসাতেই চিকিৎসা নিয়েছেন তারা। এরপর গত বুধবার ফের করোনা টেস্ট করান দু’জন। বৃহস্পতিবার রাতে জানতে পারেন- দু’জনই একসঙ্গে নেগেটিভ।
এই খবরটা মুমিনুল জানিয়ে বলেন, ‘সামনেই টুর্নামেন্ট। এমন সময় বসে থাকা যায় না। অবশেষে সুখবর পেলাম। আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি। দ্রুত মাঠে ফিরতে হবে। ফিটনেস ও ব্যাটিং নিয়ে কাজ করতে হবে। আশা করছি কোন সমস্যা হবে না।’
এবার হাসিমুখে পারফরম্যান্স করতে প্রস্তুত মুমিনুল।
Discussion about this post