ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
হাতে সময় একেবারেই নেই। দ্রুত ক্রিকেটারদের জৈব-সুরক্ষা বলয়ে নিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার আগে শুক্রবার করোনা টেস্টের নমুনা দিলেন বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে খেলা ক্রিকেটার, কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা।
শুক্রবার প্রথম দিনে পাঁচ দলের ক্রিকেটাররা দিয়েছেন তাদের নমুনা। নেগেটিভ ক্রিকেটাররা জৈব-সুরক্ষা বলয়ে চলে যাবেন শনিবারই। যারা পজিটিভ হবেন- বিসিবির ব্যবস্থাপনায় তাদের আইসোলেশনে রাখা হবে। এরইমধ্যে মিরপুরের একাডেমিতে প্রস্তুত রাখা হয়েছে আইসোলেশন সেন্টার।
ছুটির দিনে মিরপুরের শেরেবাংলায় কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা দেন ক্রিকেটাররা।
বিসিবি জৈব-সুরক্ষার ব্যবস্থা রাখছে হোটেল, স্টেডিয়াম ও মিরপুরের ক্রীড়াপল্লীতে। খেলোয়াড়, কর্মকর্তারা হোটেল সোনারগাঁওয়ে। ব্রডকাস্টাররা থাকবেন লেকশোর হোটেলে। গ্রাউন্ডসম্যান ও ক্লিনাররা মিরপুর ক্রীড়াপল্লীতে উঠবেন।
এদিকে করোনা নেগেটিভ হয়ে অনুশীলনে নেমে পড়েছেন গাজী গ্রুপ চট্টগ্রামের ক্রিকেটার মুমিনুল হক। ১০ নভেম্বর কোভিড পজিটিভ হন তিনি। তারপর নিজ বাসাতেই ছিলেন আইসোলেশনে। এবার মুক্তি মিলল। তিনি করোনা পজেটিভ।
২৪ ণবেম্বর বেক্সিমকো ঢাকা-মিনিস্টার গ্রুপ রাজশাহীর ম্যাচ দিয়ে শুরু হবে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ। একই দিন লড়বে ফরচুন বরিশাল-জেমকন খুলনা। টুর্নামেন্টে অংশ নিচ্ছে পাঁচটি দল।
Discussion about this post