ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
একদিন আগেই হাসিমুখে সতীর্থদের সেলফিতে বন্ধী করেছিলেন তিনি। জানিয়েছিলেন, ‘মাঠে ও মাঠের বাইরে ঐক্যবদ্ধ আছি।’ কিন্তু সেই হাসিমুখটা থাকল না। ঐক্যবদ্ধও থাকতে পারছেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। করোনাভাইরাসে আক্রান্ত ক্রিশ্চিয়ানো রোনালদো।
পর্তুগিজ ফুটবল ফেডারেশন জানাল তাদের সেরা তারকা ফুটবলার রোনালদো করোনা পজিটিভ।
যদিও উয়েফা নেসন্স লিগের ম্যাচে খেলার জন্য দলের সঙ্গে প্রস্তুতি নিচ্ছিলেন রোনালদো। সেই অনুশীলনে থাকার সময়ই বুধবার সন্ধ্যায় করোনা টেস্টে পজিটিভ হওয়ার খবর পান। এরপরই অনুশীলন ছেড়ে পর্তুগালে নিজের বাসায় আইসোলোসনে চলে যান সিআর-সেভেন!
৩৫ বছর বয়সী এই তারকা ফুটবলার আপাতত নিজ বাসাতেই থাকবেন। কারণ করোনার উপসর্গ নেই তার। একইভাবে শারীরিক অবস্থা বেশ ভাল রয়েছেন।
সংগতভাবেই বুধবার সুইডেনের বিপক্ষে নেশনস লিগের ম্যাচে পর্তুগালের হয়ে মাঠে নামতে পারছেন না রোনালদো। একইসঙ্গে দলের বাকিদের করোনা পরীক্ষা হয়েছে। তারা প্রত্যেকে নেগেটিভ। তারপরও ফের করোনা টেস্ট হবে।
এর আগে জুভেন্টাসে রোনালদোর সতীর্থ কিলিয়ান এমবাপ্পেও করোনা পজিটিভ হয়েছিলেন। সিরি-এ তে খেলা জ্লাটান ইব্রাহিমোভিচও করোনা পজেটিভ হয়েছিলেন।
Discussion about this post